নয়াদিল্লি, 15 জুলাই: নয়া বিদেশ সচিব পেল দেশ ৷ বিনয় কুমার কাটরার অবসরের পর সোমবার সেই পদে আসীন হলেন বিক্রম মিশ্রি ৷ কিন্তু কে এই বিক্রম ! ভারতের এই শীর্ষ স্থানীয় আমলার শিক্ষাগত যোগ্যতা থেকে কর্মজীবন- সবই চোখধাঁধানো। তাছাজ়া তিনি চিন বিশেষজ্ঞ। সাম্প্রতিক অতীতে ভারত এবং চিনের সম্পর্কের একাধিক স্তর পেরিয়েছে। এমতাবস্থায় চিন বিশেষজ্ঞকে বিদেশ সচিব হিসেবে নিয়োগ করা অবশ্যই তাৎপর্যপূর্ণ।
বিক্রমের জন্ম কাশ্মীরে ৷ 1989 সালে আইএফএস পরীক্ষায় পাশ করেন ৷ পরে বিদেশ মন্ত্রকের একাধিক পদে কর্মরত ছিলেন। একটা সময় ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং উত্তর আমেরিকায় দেশের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্বও সামলেছেন রাষ্ট্রদূত হিসেবে ৷ বিদেশ মন্ত্রকের পাকিস্তান ডেস্কে কাজ করেছেন তিনি ৷
কাজ করেছেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী আইকে গুজরাল এবং প্রণব মুখোপাধ্যায়ের অধীনে কাজ করেছেন তিনি ৷ 2014 সালে স্পেনে ভারতের রাষ্ট্রদূত হন । দু'বছর বাদে 2016 সালে মায়ানমারে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। ছিলেন চিনের রাষ্ট্রদূতের দায়িত্বেও ৷ 2019 সালের জানুয়ারি থেকে 2021 সালের ডিসেম্বর মাস পর্যন্ত চিনে দায়িত্ব পালন করেছিলেন বিক্রম। সাম্প্রতিক কালে যখন ভারত এবং চিনের সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সে সময় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন । সেই অভিজ্ঞতা এখন কাজে লাগবে বলেই মনে করা হচ্ছে। 2022 সালের 1 জানুযারি থেকে 2024 সালের 30 জুন পর্যন্ত দেশের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব সামলান তিনি ৷
উধমপুরের বার্ন হল বিদ্যালয় এবং ডিএভি স্কুল থেকে প্রাথমিক পর্যায়ের পড়াশোনা শেষ করেন তিনি ৷ এরপর গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুল থেকে পড়াশোনা করেন তিনি ৷ এরপর হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক উত্তীর্ণ করেন তিনি ৷ সরকারি চাকরিতে যোগদানের আগে বেসরকারি চাকরিও করেন বিক্রম ৷