হায়দরাবাদ: ভালোবাসাকে বলা হয় পবিত্র অনুভূতি । নির্দিষ্ট দিনের আগলে তাকে কী বাঁধা যায় ? সে নদীর মতোই খরস্রোতা । ভালোবাসার সপ্তাহের উদ্দেশ্য বাধ দিয়ে আটকানো নয়, তার স্রোতে আরও ভেসে যাওয়া । এই সাতদিন যেন ক্রাশ, সঙ্গী বা কাছের মানুষদের কাছে ভালোবাসা প্রকাশ করার হাই টাইম । কাপলদের জন্য এই সপ্তাহ উৎসবের চেয়ে কম নয় ।
ডেটে যাওয়া, প্রেয়সীকে পছন্দের উপহার দেওয়া থেকে প্রেমের আবেগে ভেসে যাওয়া, এই সাতদিন কাটে হই-হুল্লোড়ে ৷ সপ্তাহব্যাপী উৎসবের শেষে আসে রেড লেটার ডে, ভ্যালেন্টাইনস ডে । তার আগে সাতদিন ধরে চলে রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে এবং কিস ডে । কোন দিনটি কেন পালিত হয় এবং তাদের তাৎপর্য জেনে নিন ।
ভ্যালেন্টাইন উইক 2024: বিশেষ তারিখ এবং তাৎপর্য (Valentine's Week 2024: Special Dates and Significance)
7 ফেব্রুয়ারি, রোজ ডে: ভ্যালেন্টাইনের সপ্তাহটি রোজ ডে দিয়ে শুরু হয়, যা 7 ফেব্রুয়ারি পালিত হয়। এই দিনে, লোকেরা তাদের কাছের ব্যক্তি, ক্রাশ বা প্রেয়সীদের ভালেবাসা প্রকাশ করে । আর ভালোবাসার প্রকাশে আদি-অনন্তকাল ধরে হাতিয়ার গোলাপ । গোলাপের আলাদ আলাদা রঙেরও অনেক গুরুত্ব রয়েছে । লাল গোলাপ মানে ভালোবাসা, হলুদ মানে বন্ধুত্ব, গোলাপী মানে কৃতজ্ঞতা ইত্যাদি ।
8 ফেব্রুয়ারি, প্রপোজ ডে: রোজ ডে-র পর আসে প্রপোজ ডে । দুরুদুরু বুকে প্রেয়সীকে মনের কথা জানানো হোক কিংবা দীর্ঘদিনের প্রেমিকাকে বিবাহ-প্রস্তাব দেওয়া, মনের উদগ্র বাসনা মুখে আনার জন্য এরচেয়ে ভালোদিন আর কি হতে পারে ।
9 ফেব্রুয়ারি, চকলেট ডে: রাগ ভাঙানো থেকে শুরু করে মনের কথা জানিয়ে দেওয়া, হাতে চকলেট থাকলেই কেল্লাফতে ৷ ফলে এই বিশেষ দিনে একে অপরকে উপহার হিসাবে চকলেট দেয় প্রেমিক-প্রেমিকারা ।