হুবলি, 7 জুন: অক্টোবর 3 ৷ সাল আলাদা হলেও কর্ণাটকের মুংগুরবাদী দম্পতির জন্মদিন ওই তারিখেই ৷ অদৃষ্টের এমন পরিহাস যে তাদের মৃত্যুর তারিখও একই থেকে গেল ৷ গত 4 জুন ট্রেকিং করতে গিয়ে উত্তরাখণ্ডে তাঁদের মৃত্যু হয় ৷ আজ, শুক্রবার তাঁদের দেহ দিল্লি হয়ে বেঙ্গালুরুতে আনা হয় ৷ ওই দুর্ঘটনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে ৷ এ দিন তাঁদেরও দেহ আনা হয় বেঙ্গালুরুতে ৷
কর্ণাটক থেকে ট্রেকিং করতে 22 জনের একটি দল উত্তরাখণ্ডের উচ্চ সহস্ত্রাল মানেরি এলাকায় গিয়েছিল । ট্রেকের পর ওই দলের সদস্য়রা যখন ক্যাম্পে ফিরছিলেন, তখন তাঁরা তুষারঝড়ের কারণে খারাপ আবহাওয়ার মধ্য়ে পড়েন ৷ তার জেরেই ন’জনের মৃত্যু হয়৷ 13 জনকে উদ্ধার করা হয় ৷
মৃত ন’জনের মধ্যে ছিলেন বিনায়ক মুংগুরবাদী ও সুজাতা মুংগুরবাদী ৷ এই দম্পতির আলাদা আলাদা বছরে জন্ম হলেও তাঁদের জন্মের মাস ও দিন এক ৷ অক্টোবরের 3 তারিখ তাঁদের জন্ম ৷ 1994 সালে তাঁরা কর্ণাটকের হুবলির বিভিবি কলেজে ইঞ্জিনিয়ারিং পাশ করেন ৷ মেকানিক্যাল বিভাগ থেকে গোল্ড মেডেল পেয়েছিলেন বিনায়ক ৷