পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোটায় ফের নিট পরীক্ষার্থীর মৃ্ত্যু, তদন্তে পুলিশ

UP Student Dies in Kota: কোটায় চিকিৎসাধীন অবস্থায় উত্তরপ্রদেশের এক ছাত্রের মৃত্যু হয়েছে । রক্তে শর্করা বৃদ্ধির পর তাঁকে 16 ফেব্রুয়ারি হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ যেখানে রবিবার তাঁর মৃত্যু হয় । পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

Student Dies in Kota
কোটায় ছাত্রের মৃ্ত্যু

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 7:38 PM IST

কোটা, 18 ফেব্রুয়ারি:কোটায় আরও এক নিট পরীক্ষার্থী পড়ুয়ার মৃত্যু। গত দু'দিন ধরে ওই ছাত্র মহারাও ভীম সিং হাসপাতালে ভরতি ছিল সে। রক্তে শর্করা বেড়ে যাওয়ায় তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছে রবিবার । খবর পেয়ে ছাত্রীর পরিবারের সদস্যরাও কোটা পৌঁছেছেন । ছাত্রের নাম শিবম রাঘব (21) ৷

পুলিশ জানিয়েছে, শিবম উত্তরপ্রদেশের আলিগড় জেলার আন্তরাউলি থানা এলাকার কেথাল গ্রামের বাসিন্দা । তিনি লক্ষ্মণ বিহারে একটি হোস্টেলে থাকতেন । গত 16 ফেব্রুয়ারি অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । এরপর রবিবার সকালে তাঁর সেখানে মৃত্যু হয় । রবিবারই ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে পুলিশ তদন্ত করছে ।

ছাত্রের মামা অশু রাঘব বলেন, "শিবম কোটার কুনহাদি এলাকার লক্ষ্মণ বিহারে একটি হোস্টেলে থাকত । সে 3 বছর আগে নিটের প্রস্তুতি নিতে কোটায় এসেছিল । এরপর সে এখানে এসে নিজেই পড়াশোনা করত । তাঁর অসুস্থতার খবর পেয়ে শনিবার সকালে আমরা এখানে আসি । এমবিএস হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়, সেখান থেকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয় । প্রথমে শিবম অজ্ঞান থাকলেও কয়েক ঘণ্টা পর সে কথা বলতে শুরু করে । রবিবার ভোর সাড়ে চারটা থেকে সাড়ে ছ'টার মধ্যে তাঁর সঙ্গে কথাও হয় ৷ কিন্তু এরপর হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং মৃত্যু হয় ৷"

তিনি জানান, শিবমকে অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য চিকিৎসকদের কাছে অনুরোধ করা হয়েছিল ৷ কিন্তু শিবমের স্বাস্থ্যের কথা বিবেচনা করে চিকিৎসকরা সেই ঝুঁকি নিতে চাননি । শিবমের বাবা নেই ৷ শিবমের হোস্টেল অপারেটর ওম প্রকাশ বলেছেন, "শিবম মাত্র এক মাস আগে এখানে থাকতে এসেছিল । তখন সে বলেছিল যে কেবল তাঁর জিনিসপত্র এখানে রাখবে, বাকি তার বন্ধুদের সঙ্গে পিজিতে থেকে পড়াশোনা করবে । শিবম এখানে আসত না । হোস্টেলের খাবারও খেত না সে । বর্তমানে সে কোনো কোচিংয়ে পড়াশুনা করত না ৷ একাই পড়ত ।"

আরও পড়ুন:

  1. কোটায় আত্মঘাতী বাংলার ছাত্র! উদ্ধার নিট পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ
  2. কোটায় ফের আত্মঘাতী ছাত্র, তদন্তে পুলিশ
  3. কোটার পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা কমাতে পড়ার চাপ কমানোর সুপারিশ বিশেষজ্ঞ কমিটির

ABOUT THE AUTHOR

...view details