নয়াদিল্লি, 20 মার্চ:লোকসভা ভোটের কারণে পিছিয়ে গেল সিভিল সার্ভিস পরীক্ষা ৷ মঙ্গলবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি জানিয়েছে, সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে 16 জুন ৷ এই পরীক্ষাটি 26 মে তারিখে হওয়ার কথা ছিল ৷ এদিকে 19 এপ্রিল থেকে 1 জুন, প্রায় দেড় মাস ধরে দেশে ভোটগ্রহণ চলবে ৷
ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা আইএফএস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস নিয়োগের জন্য প্রতি বছর সিভিল সার্ভিস পরীক্ষা হয় ৷ ইউপিএসসি তিনটি ধাপে এই পরীক্ষা নেয় প্রিলিমিনারি, মেন এবং সবশেষে ইন্টারভিউ ৷
একটি বিবৃতি জারি করে ইউপিএসসি জানিয়েছে, 26 মে, 2024 তারিখে সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ এই পরীক্ষাতেই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার স্ক্রিনিং টেস্টেরও কথা ছিল ৷ লোকসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে 16 জুন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷ গত মাসে ইউপিএসসি পরীক্ষার নোটিশ জারি করেছিল ইউপিএসসি ৷ মনে করা হচ্ছে, এই বছর পরীক্ষার মাধ্যমে প্রায় 1 হাজার 56টি শূন্যপদ নিয়োগ হবে ৷
2024 সালের লোকসভা নির্বাচন শুরু হবে 19 এপ্রিল ৷ শেষ 1 জুন ৷ ভোটগণনা হবে 4 জুন ৷ দেশজুড়ে মোট 7 দফায় ভোটগ্রহণ পর্ব চলবে ৷ এদিকে এই ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটও হবে ৷ অরুণাচল প্রদেশ এবং সিকিমে নির্বাচন হবে 19 এপ্রিল। অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে 13 মে। এর পাশাপাশি ওড়িশায় বিধানসভা নির্বাচন হবে চার দফায়। 13, 20, 25 মে এবং জুন মাসের 1 তারিখ হবে ভোটগ্রহণ। একইসঙ্গে পশ্চিমবঙ্গের বরানগর ও ভগবানগোলা-সহ বিভিন্ন রাজ্যের 26টি বিধািনসভা আসনে উপনির্বাচন হবে ।
আরও পড়ুন:
- 7 দফায় লোকসভা নির্বাচন, শুরু 19 এপ্রিল; গণনা 4 জুন
- রাজ্যে ভোটার প্রায় 8 কোটি, 5 বছরে বাড়ল সাড়ে 4 লক্ষ
- বাংলার নির্বাচন হবে 7 দফা, ভোটগ্রহণ শুরু 19 এপ্রিল