লখনউ, 18 এপ্রিল: ইউপিএসসি 2023-এ প্রথম হয়ে তাক লাগিয়েছে রাজধানীর বাসিন্দা আদিত্য শ্রীবাস্তব ৷ ফলাফল প্রকাশের পর বিষয়টি বাড়িতে জানাতেই পরিবারের সদস্যদের চোখে জল এসে যায় । আদিত্যর বাবা কেন্দ্রীয় অডিট বিভাগে কাজ করেন, আর তার মা আভা শ্রীবাস্তব একজন গৃহিণী ।
আদিত্যর বাবা অজয় শ্রীবাস্তব বলেন, আদিত্যর ফোন আসার 10 মিনিট আগে আমি ওয়েবসাইট চেক করেছিলাম । তখন পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি । এরপর আদিত্য হোয়াটসঅ্যাপে ফোন করে বলল বাবা খুব বেশিই হয়ে গিয়েছে । আমি ওর কথা বুঝতে না পেরে ফের জিজ্ঞাসা করতেই আদিত্য বলে আমি অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান হয়েছি । এরপর ঘরে খুশির ঝড় বয়ে যায় ৷"
আদিত্যর মা আভা শ্রীবাস্তবের কথায়, "আমরা আশা করেছিলাম আমাদের ছেলে আইএএস হবে । আশা করেছিলা যে আদিত্য প্রথম পাঁচের মধ্যে থাকবে ৷ কিন্তু ও যে প্রথম হবে তা ভাবিনি ৷ আদিত্য ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল । দশম ও দ্বাদশের পরীক্ষাতেও টপ হয়েছিল ৷ এরপর আইআইটিতে কানপুরে ভর্তি হয় ৷ সেখানে পড়ার পর সিভিল সার্ভিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় । এর আগে ও আইপিএস নির্বাচিত হয় ।"
বাবা অজয় শ্রীবাস্তব বলেন, শেষবার আদিত্য ইউপিএসসিতে 236 ব়্যাঙ্ক করেছিল ৷ কিন্তু এটা নিয়ে ও খুশি ছিল না ৷ যদিও এখন ও আইপিএস প্রশিক্ষণ নিচ্ছে ৷ কিন্তু ওর লক্ষ্য আইএএস হওয়া । এখন ও যখন প্রথম হয়েছে আমরা খুব খুশি ৷ আইআইটি থেকে পাস করার পরে আদিত্য দেড় বছর ধরে বেসরকারি চাকরি করেছে ।