হাথরস, 4 জুলাই: হাথরস পদপিষ্ট হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জন মহিলা-সহ 6 জন সেবাদারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনার প্রধান আয়োজক বেদপ্রকাশ মধুকর পলাতক, জানিয়েছেন পুলিশের শীর্ষকর্তা ৷ এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 123 ৷
মঙ্গলবার বিকেল 3টে নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের হাথরস জেলায় একটি সৎসঙ্গের অনুষ্ঠানে ৷ এদিন প্রথম গ্রেফতারি নিয়ে আলিগড় রেঞ্জের আইজিপি শলভ মাথুর সাংবাদিকদের বলেন, "গ্রেফতার হওয়া ছ'জন ওই সৎসঙ্গে সেবাদার হিসেবে কাজ করতেন ৷ প্রধান আয়োজন বেদপ্রকাশ মধুকর পলাতক ৷ তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করা হবে ৷ পাশাপাশি কেউ তার সন্ধান দিতে পারলে সেই ব্যক্তিকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হবে ৷"
তিনি আরও বলেন, "ওই আয়োজক সমিতির হুকুম সিং, মঞ্জু যাদব, মুকেশ কুমার, মঞ্জু দেবী-সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সৎসঙ্গের অনুষ্ঠান সব ব্যবস্থাপনা সামলানোর দায়িত্ব ছিল এদের উপর ৷ কিন্তু ভোলে বাবার চরণ ছোঁয়ার চেষ্টা করতে গিয়ে বহু মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেন ৷ আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ এই সময় এরা কোনও সহযোগিতা করেনি ৷"