পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজনাথের সফর চলাকালীন আমেরিকার থেকে 52.8 মিলিয়ন মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র কিনল ভারত - India US Ties - INDIA US TIES

Rajnath Singh-Lloyd Austin discuss Defence Co-operation: আরও শক্তিশালী হল ভারতের অ্যান্টি-সাবমেরিন প্রতিরক্ষা ব্যবস্থা ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যুদ্ধাস্ত্র কিনল নয়াদিল্লি ৷

US Approves $52.8 Million Sale Of Anti-Submarine Warfare Sonobuoys To India
আমেরিকার থেকে যুদ্ধাস্ত্র কিনল ভারত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 5:50 PM IST

ওয়াশিংটন, 24 অগস্ট: মার্কিন সফরে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তারমধ্যেই ভারতের কাছে সাবমেরিন বিরোধী যুদ্ধাস্থ সোনোবুয় এবং অন্যান্য সরঞ্জামগুলি বিক্রির অনুমোদন দিলেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, এন্টনি ব্লিঙ্কেন ৷ ওই যুদ্ধাস্ত্রগুলির আনুমানিক দাম 52.8 মিলিয়ন মার্কিন ডলার ৷

ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এই আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় শংসাপত্র প্রদান করেছে ৷ এই সম্ভাব্য বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে ৷ মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (Defence Security Cooperation Agency) এক বিবৃতিতে একথা জানিয়েছে ৷

বৈঠকে রাজনাথ সিং-লয়েড অস্টিন (ইটিভি ভারত)

সেই বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার AN/SSQ-53G হাই অল্টিটিউড অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (HAASW) সোনোবুয়স কেনার আবেদন করেছে ৷ AN/SSQ-62F HAASW sonobuoys ; AN/SSQ-36 টেকনিক্যাল অ্যান্ড পাবলিকেশনস এবং ডেটা ডকুমেন্টেশন এবং লজিস্টিক এবং প্রোগ্রাম সার্ভিসের আনুমানিক মূল্য 52.8 মিলিয়ন মার্কিন ডলার।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই লেনদেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করতে সহায়তা করবে ৷ দু’দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ ৷ এই যুদ্ধাস্ত্র কেনায় MH-60R হেলিকপ্টার থেকে সাবমেরিন বিরোধী যুদ্ধাস্ত্রের ক্ষমতা বাড়বে ৷

বৈঠকে রাজনাথ সিং-লয়েড অস্টিন:

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষাক্ষেত্রে সহযোগিতা, শিল্প সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন রাজনাথ সিং ৷ এছাড়াও ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেন সচেতনতা, এবং ভারত মহাসাগরে মেরিটাইম ডোমেন সচেতনতা বাড়ানোর জন্য পরবর্তী ব্লু-প্রিন্ট নিয়েও আলোচনা হয়েছে ।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার স্বাক্ষরিত SOSA (The Security of Supplies Arrangement) উভয় দেশের প্রতিরক্ষা শিল্প বাস্তুতন্ত্রকে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করবে ৷ সেই অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হেড-কোয়ার্টার স্পেশাল অপারেশন কমান্ডে প্রথম লিয়াজোঁ অফিসার মোতায়েন করা হবে ৷”

অন্যদিকে রাজনাথ সিং এই চুক্তির পর একটি এক্স পোস্ট করেন ৷ একটি ‘চমৎকার বৈঠক’ বলে অভিহিত করেছেন ৷ তিনি লেখেন, ‘‘আমার প্রিয় বন্ধু প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক হয়েছে । আমরা বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা কার্যক্রম পর্যালোচনা করেছি ।’’

ABOUT THE AUTHOR

...view details