ওয়াশিংটন, 24 অগস্ট: মার্কিন সফরে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তারমধ্যেই ভারতের কাছে সাবমেরিন বিরোধী যুদ্ধাস্থ সোনোবুয় এবং অন্যান্য সরঞ্জামগুলি বিক্রির অনুমোদন দিলেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, এন্টনি ব্লিঙ্কেন ৷ ওই যুদ্ধাস্ত্রগুলির আনুমানিক দাম 52.8 মিলিয়ন মার্কিন ডলার ৷
ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এই আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় শংসাপত্র প্রদান করেছে ৷ এই সম্ভাব্য বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে ৷ মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (Defence Security Cooperation Agency) এক বিবৃতিতে একথা জানিয়েছে ৷
সেই বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার AN/SSQ-53G হাই অল্টিটিউড অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (HAASW) সোনোবুয়স কেনার আবেদন করেছে ৷ AN/SSQ-62F HAASW sonobuoys ; AN/SSQ-36 টেকনিক্যাল অ্যান্ড পাবলিকেশনস এবং ডেটা ডকুমেন্টেশন এবং লজিস্টিক এবং প্রোগ্রাম সার্ভিসের আনুমানিক মূল্য 52.8 মিলিয়ন মার্কিন ডলার।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই লেনদেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করতে সহায়তা করবে ৷ দু’দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ ৷ এই যুদ্ধাস্ত্র কেনায় MH-60R হেলিকপ্টার থেকে সাবমেরিন বিরোধী যুদ্ধাস্ত্রের ক্ষমতা বাড়বে ৷