পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কনেপক্ষ জেলা প্রশাসন, পাত্র বাছাই ইন্টারভিউয়ের মাধ্যমে; অভিনব বিয়ের আয়োজন - জেলা প্রশাসন

Unique Wedding in Haryana: এক অনন্য বিয়ের সাক্ষী থাকল হরিয়ানা ৷ মেয়েটি অনাথ ৷ তাই ইন্টারভিউয়ের মাধ্যমে হল পাত্র বাছাই ৷ বিয়ের যাত্রীয় আয়োজন করল জেলা প্রশাসন ৷ কনেপক্ষ সেশন জজ ও ডিসি ৷ বিয়েতে কন্যাদান করলেন শিল্পপতি দম্পতি ৷

Unique Wedding
অনাথ মেয়ের বিয়ে

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 5:15 PM IST

রোহতক(হরিয়ানা), 3 ফেব্রুয়ারি: শুক্রবার এক অনাথ পাত্রীর ধুমধাম করে বিয়ে হল হরিয়ানায়। তবে এই বিয়ে ছিল সবদিক থেকেই বিশেষ।বিয়ের যাবতীয় আয়োজন করেছিল জেলা প্রশাসন। সেশন জজ নীরলা কুলওয়ান্ত এবং ডিসি অজয় ​​কুমার বিয়েতে পৌঁছে বর ও কনেকে আশীর্বাদ করেন । শহরের এক শিল্পপতি দম্পতি মেয়েটির কন্যাদান করেছেন । হরিয়ানার রাজ্য শিশু কল্যাণ পরিষদের চেয়ারপার্সন রঞ্জিতা মেহতাও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । পাশাপাশি, বিজেপি নেতা অজয় ​​খুন্দিয়া কনের মামা হিসাবে বিয়েতে এসেছিলেন ।

জানা গিয়েছে, কনের নাম করিশ্মা ৷ বয়স 19 বছর । করিশ্মার বাবা-মা তাঁকে ছোট বয়সে অনাথ আশ্রমে রেখে গিয়েছিলেন । এরপর করিশ্মা একটি অনাথ আশ্রমে প্রতিপালিত হন । আগে তিনি বাহাদুরগড়ে থাকতেন । এরপর তিনি রোহতক বাল ভবনে অবস্থিত অনাথ আশ্রমে থাকতে শুরু করেন । এখানে থেকে করিশমা দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন ।

করিশ্মার বিয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিয়ের জন্য 10 জন পাত্র আগ্রহ দেখান । ওই পাত্রদের সাক্ষাৎকারের জন্য একটি কমিটি গঠন করা হয় । এই কমিটির চেয়ারম্যান করা হয় সিটিএম মুকুন্দ তানওয়ারকে । কমিটি ছেলে ও মেয়েকে মুখোমুখি বসিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করে। বাছাই করা দু'জন ছেলের মধ্যে রোহতকের রাঙ্কাপুরার নিক্কু গুলিয়াকে নির্বাচিত করা হয় । নিক্কু একটি টেলিকম কোম্পানিতে সুপারভাইজার । বাবা পরিবহণ দফতরে কাজ করেন ও মা গৃহবধূ ।

বিয়ের কার্ড ও আমন্ত্রণপত্র ছাপিয়েছিলেন ডিসি রোহতক । শুক্রবার বাল ভবন প্রাঙ্গণেই বিয়ের অনুষ্ঠান হয় । এই বিয়ের যাবতীয় খরচ বহন করেছে মাইক্রো ফাউন্ডেশন । কনে করিশমা জানান, প্রশাসনের রূপে তিনি পুরো পরিবারকে পেয়ে গিয়েছেন । তিনি বলেন, "এখানকার সব সদস্য আমার পরিবারের মতো ।" বর নিক্কু জানান, তিনি জানতে পেরেছেন করিশ্মা অনাথ । তা সত্ত্বেও তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন । পরিবারের সদস্যরাও এতে রাজি ।

ডিসি বলেন, "আজ আমি খুব খুশি । করিশ্মা এবার নতুন বাড়ি ও পরিবার পাবে ।" রঞ্জিত মেহতা জানিয়েছেন, সব প্রক্রিয়া মেনে বিয়ে হয়েছে ৷ ছেলে পক্ষের তরফে বিয়ের আবেদন মূল্যায়ন করে জেলা প্রশাসন কমিটি । এই বিয়েতে মেয়ের মামা হওয়ায় ছিলেন বিজেপি নেতা অজয় ​​খুন্দিয়া। তিনি বলেন, "এটা প্রশাসনের ভালো উদ্যোগ । বিয়েতে অনাথ মেয়ের মামা হওয়ার সৌভাগ্য হওয়ায় আমি খুব খুশি ।"

আরও পড়ুন:

  1. উত্তরপ্রদেশের মন্দিরে বিয়ে বাংলার দুই সমকামী যুবতীর
  2. মেনুতে নেই পাঁঠার মাংসের বিশেষ পদ, বিয়ে বাতিল করে ফিরল পাত্রপক্ষ!
  3. সামনেই বিয়ে! ব্রাইডাল মেহেন্দির রং গাঢ় ও দীর্ঘস্থায়ী রাখুন এভাবে

ABOUT THE AUTHOR

...view details