পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব়্যাম্পে হাঁটলেন জ্যোতিরাদিত্য-সুকান্ত, 2 কেন্দ্রীয় মন্ত্রীর ভিডিয়ো দেখে তাজ্জব নেটিজেন - ASHTALAKSHMI MAHOTSAV

উত্তর-পূর্বের পোশাক পরে ব়্যাম্পে হেঁটে তাক লাগালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও সুকান্ত মজুমদার ৷ সেই ভিডিয়ো পোস্টও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷

ETV BHARAT
ব়্যাম্পে হাঁটলেন জ্যোতিরাদিত্য-সুকান্ত (ছবি: এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2024, 11:04 AM IST

Updated : Dec 8, 2024, 11:56 AM IST

নয়াদিল্লি, 8 ডিসেম্বর: দু'জনেই দুঁদে রাজনীতিক ৷ শুধুই রাজনীতিক নন, তাঁরা কেন্দ্রীয় মন্ত্রীও ৷ তবে এবার তাঁদের দেখা গেল অন্য ভূমিকায় ৷ ফ্যাশনের মার্জারসরণিতে দুলকি চালে হেঁটে এসে তাঁরা ক্যামেরায় পোজ দিলেন ৷ ভাবভঙ্গি একেবারে কেতাদুরস্ত ৷ কে বলবে তাঁরা ব়্যাম্পে একেবারে আনকোরা ৷ শনিবার নয়াদিল্লির অষ্টলক্ষ্মী মহোৎসব ফ্যাশন শোয় উত্তর-পূর্বের ঐতিহ্যবাহী পোশাক পরে র‌্যাম্পে হেঁটে সবাইকে তাক লাগিয়ে দিলেন কেন্দ্রের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও উন্নয়ন যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷

দুই কেন্দ্রীয় মন্ত্রী উত্তর-পূর্বের রাজ্যগুলির ফ্যাশনের প্রচারের জন্য সেখানকার জ্যাকেট পরে শনিবার র‌্যাম্পে হাঁটলেন । তিনদিন ধরে উত্তর-পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করা হয় অষ্টলক্ষ্মী মহোৎসবে ৷ এদিনের ফ্যাশন শো-টি ছিল তারই একটি অংশ । শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মহোৎসবের উদ্বোধন করেছেন ৷ এখানে উত্তর-পূর্বের বস্ত্রশিল্প, কারুশিল্প এবং অনন্য জিআই ট্যাগের পণ্যগুলি প্রদর্শন করা হয় । শনিবার ফ্যাশন শোতে আঞ্চলিক স্টাইলের প্রদর্শনী ছিল ৷ যার মধ্যে উত্তর-পূর্বের ফ্যাশন সবার নজর কেড়ে নেয় ৷

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পোস্ট (ছবি: এক্স)

উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে থাকা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন যে, এই মহোৎসব সংস্কৃতি এবং সৃজনশীলতার উদযাপন । নিজের এক্স হ্যান্ডেলে র‌্যাম্পে হাঁটার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "উত্তর-পূর্ব ভারতের প্রাণবন্ত স্টাইল প্রদর্শনের ফ্যাশন শোতে দুর্দান্ত সময় কাটিয়েছি ৷ প্রতিটি রাজ্য সুন্দরভাবে প্রতিভাবান শিল্পী এবং মডেলদের তুলে ধরেছে ৷"

ভিডিয়োতে দেখা গিয়েছে তিনি ও সুকান্ত দু'জনেই সাবলীল ভাবে ব়্যাম্পে হেঁটেছেন ৷ সামনে এসে দাঁড়িয়ে পোজও দেন তাঁরা ৷ কোমরে হাত দিয়ে ধোপদুরস্ত কায়দায় ক্যামেরায় লুক দেন বঙ্গ বিজেপির প্রধান ৷ এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷

অষ্টলক্ষ্মী মহোৎসবে কারিগর প্রদর্শনী, রাজ্য-নির্দিষ্ট প্যাভিলিয়ন, প্রযুক্তিগত অধিবেশন এবং বিনিয়োগকারীদের বৈঠক-সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় ৷ এই ইভেন্টগুলির লক্ষ্য, ঐতিহ্যবাহী হস্তশিল্প, তাঁত, কৃষিপণ্য এবং পর্যটনের মতো ক্ষেত্রগুলিতে অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির প্রচার করা ।

উত্তর-পূর্বের অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিম - এই আটটি রাজ্যকে 'অষ্টলক্ষ্মী' বা সমৃদ্ধির আট রূপ হিসাবে উল্লেখ করা হয় । এই রাজ্যগুলি ভারতের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে উল্লেখযোগ্য অবদান রাখে ।

Last Updated : Dec 8, 2024, 11:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details