কুলু ও মানালি, 13 ফেব্রুয়ারি: চারদিকে সাদা বরফের আস্তরণ। মাঝে গোলাকার ছোট্ট বাড়ি ৷ ধবধবে সাদা। বরফ দিয়েই তৈরি। ঠিক যেমন ভূগোল বইতে ছবি দেখা যায়। যাকে বলে 'ইগলু' বা বরফের তৈরি অস্থায়ী বাড়ি ৷ যেখানে হিমশীতল এলাকার মানুষরা বাস করে থাকেন। ভাবুন যদি আপনি এমন জায়গায় থাকতে পারেন? না, এর জন্য আপনার পাসপোর্ট লাগবে না। আলাস্কা, গ্রিনল্যান্ড কিংবা আইসল্যান্ডের মতো কোনও স্থানেও যেতে হবে না। কেন না এবার ভারতে থেকেই আপনি পেতে পারেন ইগলুতে থাকার সুযোগ। তাও আবার পর্যটকদের অন্যতম প্রিয় শৈলশহর মানালিতেই। তাই ঝটপট বেরিয়ে পড়ুন ৷ বরফের ঘরে থাকা-খাওয়া থেকে সমস্ত কিছু জেনে নিন আমাদের এই প্রতিবেদনে ৷
ইগলু'র এলাকা-হিমাচল প্রদেশের কুলু জেলার পর্যটন শহর মানালি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত সেথান গ্রাম ৷ সেখানের বিকাশ এবং তাশি নামে দুই যুবক একটি ইগলু অর্থাৎ 'বরফের ঘর' তৈরি করেছেন। আর তা দেখতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা আসছেন ও থাকছেন ৷
বিকাশ ও তাশি হঠাৎ ইগলু বানাতে গেলেন কেন? ইগলু নির্মাতা বিকাশ জানান, গত 8 বছর ধরে তিনি ইগলু তৈরি করছেন। ইগলু বানানোর ভাবনা অনেকদিন ধরেই ছিল। বিকাশ জানান, তিনি যখন ভ্রমণে বেড়াতে যেতেন তাঁবুতে থাকতেন। তাঁবুতে রাত কাটানো খুব কঠিন ছিল এবং তারপরেই ইগলু বানানোর ভাবনা আসে। এরপর অনেক পরিশ্রমের পর তিনি ইগলুগুলি তৈরি করেন ৷
একটি ইগলু তৈরি করতে কত সময় লাগে? ইগলু নির্মাতা বিকাশ বলেন, "এগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় এবং যত বেশি তুষারপাত হয় তত ভালো। একটি ইগলু তৈরি করতে কমপক্ষে 2 থেকে 3 দিন সময় লাগে। তিনি বলেন, "এত ঠান্ডায় এখানে থাকার একটা অন্যরকম অনুভূতি এবং পর্যটকরা তা বেশ উপভোগ করছেন।