নালন্দা, বেগুসরাই (বিহার), 27 এপ্রিল: পুকুরে মাছ ধরতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের ৷ ঘটনার কথা জানতে পেরে শোকে মৃত্যু হয় এক মহিলারও ৷ মৃতরা সম্পর্কে কাকা-ভাইপো ৷ তড়িদাহত হয়ে মৃত্যুর ঘটনায় মৃত দুই কাকা বিহারের নালন্দার তারা বিঘা এলাকার বাসিন্দা ছিলেন ৷ অন্যদিকে, ভাইপোর বাড়ি পাওয়াপুরির লাখচককে ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি ৷ ভিআইএমএস হাসপাতালে আহতরা চিকিৎসাধীন ৷ মৃতরা হলেন পঙ্কজ, গুলশন ও অজয় কুমার ৷
জানা গিয়েছে, এক যুবক এদিন পুকুরে মাছ ধরতে যান ৷ কিন্তু কোনওভাবে পুকুরের জলে বিদ্যুৎ সংযোগ হয়ে গিয়েছিল ৷ ফলে ওই যুবক জলে হাত দিতেই তিনি তৎক্ষনাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ৷ এই ঘটনা দেখতে পেয়ে ওই যুবকের দুই কাকা কোনও কিছু না বুঝে তাঁকে বাঁচাতে পুকুরে ঝাপালে তাঁদেরও ঘটনাস্থলে মৃত্যু হয় ৷ এই ঘটনটা দেখে আরও দুই স্থানীয় বাসিন্দা এঁদের বাঁচাতে এলে তাঁরাও তড়িদাহত হন ৷ সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এই ঘটনায় পুলিশের তরফে এখনও কোনও বক্তব্য সামনে আসেনি ৷
অন্যদিকে, বিহারের বেগুসরাইতেও দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুজনের ৷ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক ! দুর্ঘটনাটি ঘটেছে মুফাসসিল থানা এলাকার কুন্দ ধলা গৌতম ধামের কাছে 55 নম্বর জাতীয় সড়কে । জানা গিয়েছে, দুর্ঘটনার কারণে আচমকাই গাড়িতে আগুন লেগে যায় ৷ সেই আগুন গায়ে লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের ৷ বাকি গুরুতর আহত অবস্থায় দুজন ব্যক্তিকে সদর হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ৷ সেখানে মৃত্যু হয় আরও একজনের ৷ পুলিশ সূত্রে খবর, একটি বাইকে ছিলেন বাগওয়াড়ার বাসিন্দা অরবিন্দ শর্মা ও পিপরার বাসিন্দা ছত্তিশ কুমার ৷ আর এক ব্যক্তি হলেন মনঝাউলের বাসিন্দা সুমিত কুমার ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএসপি ও মুফাস্সলি থানার পুলিশ ৷