কোল্লাম, 5 মে: কেরলে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শ্লীলতাহানির অভিযোগের পরই তাঁর কেরলে যাওয়া নিয়ে কটাক্ষও করতে ছাড়েনি তৃণমূল ৷ এবার সেখানে বসেই মুখ খুললেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর মতে, কিছু লোক তাঁকে টেনে নামানোর চেষ্টা করছে ৷ কারণ, হিসাবে আনন্দ বোসের দাবি, তিনি সন্দেশখালির মহিলাদের পক্ষে দাঁড়িয়েছিলেন। আর সে কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷
রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য-রাজনীতি। অভিযোগ, সরাসরি রাজভবনের বাসিন্দা তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধেই। রাজ্যপাল এই অভিযোগের পিছনে পালটা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন। শনিবার এর বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় রাজ্যপালকে সরাসরি নিশানা করে তিনি বলেছিলেন, "রাজ্যের সাংবিধানিক প্রধানের ক্ষমা চাওয়া উচিত।" একই সঙ্গে ওঁর আচরণের জন্য বাংলার মানুষ তাঁকে বয়কট করবে বলেও জানিয়েছেন অভিষেক।
রবিবার কোল্লাম পানমানা আশ্রমে চট্টম্বি স্বামী মহাসমাধি শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে কুম্বলামে শঙ্কু পিল্লাই স্মরণ দিবসের উদ্বোধন করেন রাজ্যপাল আনন্দ বোস ৷ সেই অনুষ্ঠানেই রাজ্যপাল জানান, তিনি কোল্লাম থেকে এসেছেন ৷ কোল্লামের মানুষকে এভাবে নীচে নামানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালি ইস্যু উল্লেখ করেই তাঁর বক্তব্য শুরু করেন। বাংলার মুখ্যমন্ত্রী তাঁকে সন্দেশখালিতে যেতে নিষেধ করেছিলেন বলেও দাবি করেছেন রাজ্যপাল ৷ তিনি স্পষ্ট জানান, সেই সময় রাজ্য সরকারের তরফে তাঁকে জানানো হয়েছিল যে, নিরাপত্তা দেওয়া যাবে না।