পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রেন আসছে দেখে লাইনেই বাইক ফেলে দৌড় ! - Major Train Accident Averted - MAJOR TRAIN ACCIDENT AVERTED

Train Accident Averted in Telangana: বাইক নিয়ে অনেকেই রেললাইন পেরিয়ে যান ৷ সোমবার তেমনভাবেই এক ব্যক্তি রেললাইন পেরোচ্ছিলেন ৷ হঠাৎ দেখেন ওই লাইনেই ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ৷ প্রাণ বাঁচাতে বাইক লাইনে ফেলেই পালিয়ে যান ব্যক্তি ৷ তারপর...

Avoid Train Accident
তেলেঙ্গানায় বড়সড় দুর্ঘটনা এড়াল কেরল এক্সপ্রেস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 1:33 PM IST

Updated : Aug 27, 2024, 4:07 PM IST

খাম্মাম (তেলেঙ্গানা), 27 অগস্ট: বাইক নিয়ে রেললাইন পেরোচ্ছিলেন ৷ সেই সময় ওই ট্র্যাকেই ছুটে আসছিল তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী কেরল এক্সপ্রেস ৷ ট্রেন আসছে দেখা মাত্রই তিনি বাইক রেললাইনের ওপরে ফেলে পালালেন ৷ পুরো গতি নিয়ন্ত্রণে আসার আগেই বাইকে ধাক্কা লাগে ট্রেনটির। সংঘর্ষের পর লাইনের ওপরেই খানিকটা ঘষটে যায় বাইকটি ৷ বাইকের বেশ কিছু অংশ ছড়িয়ে পড়ে লাইনের পাশে ৷ বরাত জোরে বেঁচে গেলেন তেলেঙ্গানার খাম্মাম জেলার বাসিন্দা, ধারাওয়াত ভিরান্না ।

সোমবার এই ঘটনাটিতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী কেরল এক্সপ্রেস ৷ ঘটনাস্থল তেলেঙ্গানার খাম্মাম জেলার পাপাতাপল্লি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা ।

সেই সময় কেরল এক্সপ্রেস ঘণ্টায় 100 কিলোমিটার বেগে চলছিল ৷ তীব্র ঘর্ষণ সত্ত্বেও যে বাইকের পেট্রল জ্বলে যায়নি এটাই রক্ষে ৷ তা নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ৷ ট্রেনের লোকো পাইলট ডরনাকাল্লু রেল পুলিশকে ঘটনাটি জানান । সংঘর্ষের ফলে ক্ষয়ক্ষতির জন্য ট্র্যাকগুলি পরিদর্শন করতে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন ।

একটি অনলাইন চেক থেকে জানা যায় যে, বাইকটি ধারাওয়াত ভিরান্না নামে এক ব্যক্তির । কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি আরও তদন্ত করছে ৷ ভারতীয় রেলওয়ে কৌশলগতভাবে হট অ্যাক্সেল বক্স ডিটেক্টর (HABD) নামক এক সেন্সর-ভিত্তিক ডিভাইস দ্বারা পরীক্ষা করা হচ্ছে যাতে ট্রেনের চাকা, এক্সেল এবং ব্রেকগুলি অতিরিক্ত গরমের কারণে হওয়া কোনও ত্রুটি সনাক্ত করা যায় । ভারতীয় রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইটিভি ভারতকে জানিয়েছেন যে, ডিভাইসটি ট্রেনের চাকা, এক্সেল এবং ব্রেক নিরীক্ষণ করবে যাতে রেল চলাচলের সময় হওয়া কোনও ত্রুটি সনাক্ত করা যায় ৷ যা হঠাৎ ব্রেক প্রয়োগ বা অতিরিক্ত গরম হওয়ার কারণে ট্রেন লাইনচ্যুত এবং আগুনের ঘটনা এড়াতে সাহায্য করবে ।

Last Updated : Aug 27, 2024, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details