পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তীব্র দহনে শীতলতার খোঁজে পর্যটকরা, বিমানের ভাড়া বাড়ল 25-30% - Tourism during Heatwave - TOURISM DURING HEATWAVE

Tourism during Heatwave: দেশের বেশকিছু অংশে তাপপ্রবাহের কারণে পর্যটকরা ঘুরতে যাওয়ার জন্য শীতল জায়গাগুলিকে বেছে নিচ্ছেন ৷ এর ফলে বেড়েছে হোটেল ও বিমানের টিকিটের ভাড়া ৷ ইটিভি ভারতের সৌরভ শর্মার প্রতিবেদন ৷

ETV BHARAT
শীতলতার খোঁজে পর্যটকরা (ছবি: নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 7:20 PM IST

নয়াদিল্লি, 3 মে: গ্রীষ্মের দাবদাহে জ্বলছে দেশ ৷ উত্তর থেকে দক্ষিণ - নানা প্রান্তে তাপপ্রবাহে প্রাণ অতিষ্ঠ নাগরিকদের ৷ বিশেষজ্ঞরা বলছেন, সেই কারণেই গত কয়েকদিনে একটু শীতলতার জন্য পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন ঠান্ডা জায়গাগুলি ৷ আর এই ঝোঁক বিমানভাড়াও 15-20 শতাংশ বাড়িয়ে দিয়েছে ৷

এপ্রিল ছুটির মরসুম নয় ৷ তবে এবারের চাঁদিফাটা গরমে ঠান্ডা জায়গাগুলির হোটেল ও বিমানের টিকিটের চাহিদা আকাশছোঁয়া ৷ ইটিভি ভারতের সঙ্গে কথা বলার সময়, যাত্রা অনলাইনের বিমান ও হোটেল ব্যবসার ভাইস প্রেসিডেন্ট ভারত মালিক বলেন, "এই সময়কালে যখন ভারতের বিভিন্ন অংশে তাপমাত্রা বাড়ছে, তখন ভারতীয় ভ্রমণকারীরা ছুটে যাচ্ছেন গোয়া, কাশ্মীর, দার্জিলিং এবং কেরল ।"

তিনি আরও বলেন যে, "আর দেশের বাইরে হলে পর্যটকরা বেছে নিচ্ছেন দুবাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং মরিশাসকে । যাত্রা অনলাইনে আমরা গত বছরে এই সময়ের তুলনায় এ বার দেখছি বিমান ভাড়া বৃদ্ধি পেয়েছে, অভ্যন্তরীণ ক্ষেত্রে ভাড়া প্রায় 15-20 শতাংশ বেড়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভাড়া বেড়েছে প্রায় 20% ৷"

যেহেতু বর্তমানে বেড়ানোর উচ্চ চাহিদা রয়েছে, তাই বিমান ভাড়া এবং হোটেলের দাম এখন আকাশচুম্বী বলে জানান তিনি ৷ বলেন, "ভ্রমণকারীদের খরচের বৃদ্ধিতে রাশ টানতে এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে দ্রুত পরিকল্পনা সেরে ফেলে আগাম বুকিং করার পরামর্শ দেওয়া হচ্ছে ।"

পর্যটনের সঙ্গে জড়িত অন্যান্যদের মতেও, এটি ছুটির মরসুম না হওয়া সত্ত্বেও সারাদেশে তাপপ্রবাহের ফলে মানুষ সাপ্তাহিক ছুটির দিনেও শীতল জায়গাগুলি খুঁজে নিয়ে বেড়িয়ে পড়তে চাইছে ৷ যার ফলে হোটেলের দাম ও বিমান ভাড়া বেড়েছে ৷

ইজমাইট্রিপ-এর সহ-প্রতিষ্ঠাতা রিকান্ত পিটি বলেন, "সাধারণত গ্রীষ্মে ভ্রমণের প্রবণতা হল পাহাড়ি গন্তব্যগুলি বেছে নেওয়া, যা প্রাকৃতিক দৃশ্যে এবং প্রকৃতির প্রাচুর্যে মনোমুগ্ধকর, আবার তাপ থেকেও স্বস্তির ঠিকানা ৷ তাপমাত্রা 40 ডিগ্রির উপরে ওঠার সঙ্গে সঙ্গে ভ্রমণ পরিকল্পনাগুলি অবশ্যই পরিবর্তন করা হচ্ছে ৷ যদিও অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় গন্তব্যকেই পছন্দ করা হয়, পর্যটকরা শীতল গন্তব্যকেই বেশি করে বেছে নিচ্ছেন ৷ সামনে আবার আসছে পিক সিজন ৷ তাই বিমান ভাড়া 25-30% এর মধ্যে বাড়তে বাধ্য, যেমনটি প্রতি বছর সাধারণ প্রবণতা দেখা যায় ৷"

তাঁর মতে, "মেট্রোপলিটন শহরগুলির মধ্যে, মুম্বই এবং বেঙ্গালুরু যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি ৷ অভ্যন্তরীণ ভ্রমণের জন্য উটি, শ্রীনগর এবং মানালি সবচেয়ে পছন্দের গন্তব্য ৷ আর সমুদ্র সৈকত প্রেমীরা গোয়াকে বেছে নিচ্ছেন । যখন বিদেশী গন্তব্যের কথা আসে, তখন পশ্চিম এশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির মধ্যে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং দক্ষিণ কোরিয়ার মতো জায়গাগুলিতে এই বছর যাওয়ার প্রবণতা বেশি ৷ এ ছাড়াও, বাকু (আজারবাইজান), আলমাটি (কাজাখস্তান)-সহ নতুন কিছু গন্তব্যস্থলও জনপ্রিয় হয়েছে ।"

আরও পড়ুন:

  1. গরম থেকে রেহাই পেতে, ঘুরে আসুন চারখোলে
  2. গরম থেকে পালিয়ে... ঠান্ডার আমেজ পেতে পর্যটকদের ভরসা দার্জিলিং
  3. প্রচন্ড গরমে রেহাই পেতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন? সাবধান! শরীরে বাসা বাঁধছে নানা রোগ

ABOUT THE AUTHOR

...view details