টেক্সাস, 9 এপ্রিল: ঠান্ডা আবহাওয়ার মধ্যে দুপুরবেলা অন্ধকার নেমে এল ৷ কুকুর চিৎকার করছে, ব্যাঙ ডাকছে, রাস্তার আলোগুলি জ্বলে উঠেছে ৷ কিছু লোকের চোখের কোনে জল ৷ গ্রহদের দেখা যাচ্ছে ৷ কারণ চাঁদ পৃথিবীতে পড়া সূর্যের আলোকে কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছে ৷ মেক্সিকো, আমেরিকা এবং কানাডা সাক্ষী থাকল সূর্যগ্রহণের ৷
আবহাওয়া সঙ্গ দেওয়ায় উত্তর আমেরিকার প্রায় সবর্ত্রই অন্তত আংশিক গ্রহণ দেখতে পেয়েছে ৷ এটি ছিল দীর্ঘতম সূর্যগ্রহণ ৷ কয়েকশো মিলিয়ন মানুষ এই গ্রহণ দেখতে ভিড় জমিয়েছিল ৷ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হতে মেঘ টেক্সাসের বেশির ভাগ অংশকে ঢেকে ফেলেছিল ৷ মেক্সিকোর বেশিরভাগ মানুষ পরিষ্কার প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর শুরু হওয়া সূর্যগ্রহণকে দেখতে পেয়েছিল এবং পরে নিউফাউন্ডল্যান্ডের কাছে উত্তর আটলান্টিকে প্রস্থান করে গ্রহণটি ৷ টেক্সাস-সহ আমেরিকার 14টি রাজ্যের সূর্যগ্রহণ দেখতে পেয়েছে ৷
টেক্সাসের জর্জটাউনে সঠিক সময়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ায় সূর্যগ্রহণের দৃশ্য উপভোগ করেছেন বাসিন্দারা ৷ অন্যান্য স্থানে গ্রহণ মেঘের সঙ্গে লুকোচুরি খেলেছে ৷ জর্জটাউনের বাসিন্দা সুসান রবার্টসন বলেন, "আমরা সত্যিই ভাগ্যবান । পরিষ্কার সূর্যগ্রহণ দেখতে পেলাম ৷ ভীষণ সুন্দর লাগছিল ৷"