কলকাতা, 4 এপ্রিল: জলপাইগুড়িতে ভয়ঙ্কর ঝড় হয়েছে। মৃত্যু হয়েছে বহু মানুষের। এমনই আবহে বৃহস্পতিবার কোচবিহারে সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই ঝড় নিয়ে একটা কথাও বললেন না তিনি। এই প্রসঙ্গে সরব হলেন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। এদিন ব্রাত্য বসু বলেন, "2021 সালে এভাবেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ডেইলি প্যাসেঞ্জারি করতে দেখেছিলাম। তারপর তিন বছর তিনি বাংলায় আসেননি। আবার আরও একটা ভোট এসেছে আবার আসতে শুরু করেছেন প্রধানমন্ত্রী।"
ব্রাত্যর অভিযোগ, বাংলা সম্পর্কে প্রধানমন্ত্রী কতটা উদাসীন তা প্রমাণ হয়ে গেল এদিনের সভায়। পাশের জেলায় এত বড় একটা ঝড় হল। প্রধানমন্ত্রী সেখানে যাননি। শুধু তাই নয়, এতগুলি মানুষের মৃত্যু নিয়ে একটি শব্দও খরচ করেননি। এতে সকলের কষ্ট হয়েছে। উত্তরবঙ্গের মানুষ গত লোকসভা নির্বাচন থেকেই বারবার প্রধানমন্ত্রী এবং তাঁর দলের উপর ভরসা রেখেছেন। লোকসভা এবং বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জিতিয়েছেন। সেখানে এত বড় ঝড় নিয়ে প্রধানমন্ত্রীর মুখে একটিও কথা নেই। না-আছে সাহায্যের কথা। না-আছে সমবেদনার কথা।