পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস, জারি থাকবে তাপপ্রবাহও - Weather Forecast - WEATHER FORECAST

India Meteorological Department: আজ রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস ৷ আগামী পাঁচদিন দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে মেঘলা আকাশ থাকবে এবং সঙ্গে দমকা হাওয়া বইবে । অন্যদিকে তাপপ্রবাহ জারি থাকবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ৷

Weather Forecast
Weather Forecast

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 1:19 PM IST

নয়াদিল্লি, 15 এপ্রিল: বেশ কয়েকটি রাজ্যে গরমে নাজেহাল অবস্থা ৷ পারদ চড়েছে 40 ডিগ্রির উপরে ৷ এই পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তির পূর্বাভাস দিল মৌসম বিভাগ ৷ তবে বেশ কিছু রাজ্যে জারি থাকবে তাপপ্রবাহও ৷

আইএমডি সোমবার দিল্লি, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে ৷ পাশাপাশি এ দিন দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোনও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও প্রবল বেগে বাতাস বইবে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে। রবিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস ৷ 7 ডিগ্রি সেলসিয়াস কমেছে ৷ 11 এপ্রিল তাপমাত্রা ছিল 39.1 ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত মরশুমের সবচেয়ে উষ্ণতম দিন ।

আবহাওয়া বিভাগের সকালের বুলেটিনে অনুযায়ী, উত্তর-পূর্ব রাজস্থানের উপর ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে এবং পূর্ব-পশ্চিম বরাবর পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে, যা দক্ষিণ বিহার, উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ উত্তরপ্রদেশকে আছড়ে পড়ার আশংকা রয়েছে ৷ আজ আরব সাগর থেকে প্রচুর আদ্রতা উত্তর-পশ্চিম ভারতে আসতে পারে ৷ 18 এপ্রিল থেকে নতুন পশ্চিমী ঝঞ্জা উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে । এর প্রভাবে 15 এপ্রিল অর্থাৎ সোমবার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, মুজাফফরাবাদ, লাদাখ, বাল্টিস্তান এবং গিলগিটের উপরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত ও তুষারপাত হবে ।

মৌসম বিভাগ আগামী 4-5 দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে সর্বোচ্চ তাপমাত্রা 2-4 ডিগ্রি সেলসিয়াস বাড়ার এবং 2 দিনের মধ্যে মধ্য ভারতে সর্বাধিক 4-6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ৷ এরপরে তাপমাত্রায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না । মঙ্গল ও বুধবার গুজরাত এবং ভারতের বাকি অংশে সর্বোচ্চ তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই ।

তবে সোমবার কোঙ্কন ও গোয়া, রায়ালসিমা, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল, কেরল ও মাহে গরম এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করবে । আজ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে ও ইয়ানামের বিচ্ছিন্ন পকেটে তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে ৷ 18 এপ্রিল পর্যন্ত ইয়ানাম, ওড়িশার উপকূলে, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায়, পুদুচেরি, তামিলনাড়ু এবং কারাইকালের উপরে গরম এবং আর্দ্র আবহাওয়া থাকবে।

আরও পড়ুন:

  1. এপ্রিলেই তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁই ছুঁই ! প্রবল তাপপ্রবাহের সতর্কতা 3 রাজ্যে
  2. তাপপ্রবাহের সম্ভাবনা না-থাকলেও দক্ষিণে চালিয়ে ব্যাটিং গরমের, উত্তরে বৃষ্টির পূর্বাভাস
  3. টানা বৃষ্টিতে ধস উত্তরবঙ্গে, নববর্ষের শুরুতেই কলকাতা প্রায় 40 ডিগ্রি

ABOUT THE AUTHOR

...view details