গোয়ালপাড়া (মেঘালয়), 17 এপ্রিল: অসমের তিন যুবককে প্রতিবেশী রাজ্য মেঘালয়ে নৃশংস ভাবে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ৷ বুধবার এই ঘটনা প্রকাশ্যে পরই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় ৷
জানা গিয়েছে, ভয়াবহ ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পূর্ব গারো হিলস জেলায় । অসমের গোয়ালপাড়ার বাসিন্দা তিন যুবককে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে রোংজেং থানার অন্তর্গত ওয়াগাছিতে ।
জানা গিয়েছে, মঙ্গলবার ওই তিন যুবক মেঘালয়ে গিয়েছিলেন । আজ সকালে একটি সুইফ্ট ডিজায়ার মডেলের পুড়ে যাওয়া একটি গাড়ি-সহ তিন যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । ইতিমধ্যে দুই যুবকের মরদেহ শনাক্ত করা হয়েছে । নিহত যুবক হলেন গোয়ালপাড়ার ডালগোমার জামার আলি ও নূর মহম্মদ আলি। অপর যুবকের দেহ এখনও শনাক্ত করা যায়নি ।
তবে ঠিক কী পরিস্থিতিতে এই নৃশংস ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কী কারণে যুবকদের মৃত্যু হয়েছে, অসমের যুবকদের হত্যার পেছনে কারা রয়েছে এই সব তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ এই ঘটনা দেখে আতঙ্ক তৈরি হয়েছে গোয়ালপাড়ার বাসিন্দাদের মনে ।
এ দিকে, স্থানীয় পুলিশ পুড়ে যাওয়া মৃতদেহগুলি উদ্ধার করে গোয়ালপাড়া পুলিশের কাছে হস্তান্তর করেছে ৷ দেহগুলি অসমে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ দেহগুলির ময়নাতদন্তের পর তা তুলে দেওয়া হবে পরিবারের হাতে ৷ যাঁদের পরিচয় জানা গিয়েছে, তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ ৷
আরও পড়ুন:
- মহন্ত নিয়োগ নিয়ে বিরোধ, আশ্রমের ভিতরেই সাধুকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ
- একদিন নিখোঁজ থাকার পর উদ্ধার দগ্ধ দেহ, তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার দাবি স্থানীয়দের; তদন্তে পুলিশ
- নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা গাড়ির, ঝলসে গেল শিশু-সহ 8 জন