পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মঙ্গলে মহাসঙ্গমে ডুব দিলেন ভুটানের রাজা - KING OF BHUTAN AT MAHA KUMBH

মহাকুম্ভের সঙ্গমে ডুব দিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ৷ তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

KING OF BHUTAN AT MAHA KUMBH
মহাকুম্ভে ভুটানের রাজা (পিটিআই)

By PTI

Published : Feb 4, 2025, 10:41 AM IST

লখনউ, 4 ফেব্রুয়ারি: মঙ্গলে মহাকুম্ভের মহাসঙ্গমে ডুব দিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ৷ তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ডুব দেওয়ার আগে প্রথা মেনে সূর্য নমস্কার করেন ভুটানের রাজা ৷

কুম্ভমেলা দর্শন এবং পুণ্যস্নানের ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন ভুটান রাজা ৷ সেই মত সব ব্যবস্থা করে যোগী সরকার ৷ নামগেল ওয়াংচুক সোমবার লখনউ এসে পৌঁছন ৷ তারপরই উত্তরপ্রদেশ সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার তিনি মহাকুম্ভ মেলায় অংশ নেবেন এবং ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করবেন ৷

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানান ৷ পুষ্পস্তবকে বরণ করে নেন তাঁকে ৷ শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বিমানবন্দরে রাজাকে 'রাজকীয়' স্বাগত জানান। পরে, জিগমে ওয়াংচুক রাজভবনে পৌঁছন ৷ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও তাঁর আথিতেয়তায় কোনও খামতি রাখেননি ৷ সেখানে ভুটান রাজা মহাত্মা গান্ধির মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পাশাপাশি, রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ওয়াংচুক ভারত-ভুটান সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সরকারের তরফে জানানো হয়েছে, রাজার এই সফর ভারত-ভুটানের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে ৷ এর আগে ভুটানের রাজা এবং রানি 2024 সালের মার্চ ও ডিসেম্বর মাসে দিল্লি সফরে এসেছিলেন ৷ 2025-এর এলেন মোক্ষলাভের উদ্দেশে পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নানও করতে ৷ এদিন তাঁর পুণ্যস্নানের পর দেবদর্শন এবং নানা আচারে অংশগ্রহণ করার কথা রয়েছে ৷

উল্লেখ্য়, 144 বছর পর বিরল যোগে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে গত 13 জানুয়ারি। যা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ প্রথম দিন থেকেই লক্ষাধিক পরে কোটি কোটি মানুষে ভিড় প্রতিদিনই উপচে পড়ছে ৷ তবে গত 29 জানুয়ারি শাহি স্নানের সময় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটেছে মহাকুম্ভে ৷ 30 জনের মৃ্ত্যু ও 60 জনেরও বেশি পুণ্য়ার্থী আহত হয়েছেন সেদিনের ঘটনায় ৷ পাশাপাশি এক-দু'বার আহুন লাগার মতো ঘটনা ঘটেছে ৷ তবে ধীরে ধীরে সেই দুঃস্বপ্ন কাটিয়ে উঠছে মহাকুম্ভ। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তায় জোর দিয়েছে যোগী রাজ্যের প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details