পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুলগামে গুলির লড়াই, খতম 5 জঙ্গি; আহত 2 সেনা - KULGAM GUNFIRE

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই ৷ খতম 5 জঙ্গি ৷

Kulgam Gunfire Exchange
কুলগামে গুলির লড়াই (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

Updated : 4 hours ago

শ্রীনগর, 19 ডিসেম্বর: দক্ষিণ জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই ৷ বৃহস্পতিবার সকালে এই এনকাউন্টারে অন্তত 5 জঙ্গি মৃত্যু হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন এক আধিকারিক ৷

আজ ভোরে শুরু হওয়া এই অভিযানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন ৷ নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ আধিকারিক জানান, সিআরপিএফ, সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ কুলগামে একটি অভিযান চালায় ৷ নিরপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে ৷ এখানে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয় ।

আধিকারিক বলেন, "5 জঙ্গির দেহ বাগানে পড়ে রয়েছে ৷ এখনও উদ্ধার করা যায়নি ৷ নিরাপত্তা বাহিনীর দলটি নির্দিষ্ট স্থানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে আত্মগোপন করে থাকা জঙ্গিরা তাঁদের দিকে গুলি চালাতে থাকে ৷ নিরপত্তা বাহিনীর জওয়ানরাও পাল্টা জবাব দিলে শুরু হয় এনকাউন্টার ৷" জঙ্গিদের নিশ্চিহ্ন করতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান জোরদার করেছে । সূত্রের খবর, এখনও ওই এলাকায় দুই থেকে তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে । জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল গুলি বিনিময় চলছে ।

কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, "কুলগাম জেলার কাদ্দার এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ ও নিরাপত্তা বাহিনী এক যোগে কাজ করছে ৷"

ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের জোর গুলির লড়াই চলছে । চিনার কর্পস এক্স হ্যান্ডেল লিখেছে, "ওপি কাদ্দার, কুলগাম ৷ জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলগামের কাদ্দার এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান শুরু করে । সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা গুলি চালালে, জঙ্গিরা নির্বিচারে গুলি চালাতে থাকে । ভারতীয় সৈন্যরাও পাল্টা জবাব দিচ্ছে ৷"

এর আগে ৩ ডিসেম্বর, জুনাইদ আহমেদ ভাট নামে এক জঙ্গিকে শ্রীনগর জেলায় খতম করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ পুলিশ জানিয়েছিল ভাট জম্মু-কাশ্মীরের গাগাঙ্গির, গান্ডারবাল এবং আরও কয়েকটি জঙ্গি হামলায় সঙ্গে যুক্ত ছিল ।

আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্ববধানে একটি উচ্চস্তরীয় নিরাপত্তা বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ এক আধিকারিক জানিয়েছেন, এই বৈঠকে প্রাথমিকভাবে জম্মু-কাশ্মীরের পরিস্থিতির উপর বিশেষ জোর দিয়ে নিরাপত্তা বিষয়গুলি আলোচনা হবে ৷ লক্ষ্য, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার কৌশল পর্যালোচনা করা । বৈঠকে যোগ দেবেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ৷

Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details