হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলায় শ্রীশৈলম লেফট ব্যাঙ্ক ক্যানেল (SLBC)-এ টানেল দুর্ঘটনায় গত 24 ঘণ্টারও বেশি সময় ধরে 8 জন শ্রমিক আটকা পড়েছেন। এই মুহূর্তে উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে জল জমে আছে। তাই উদ্ধারকাজে আরও সময় লাগছে ৷
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF)-এর কর্তার মতে, সুড়ঙ্গে প্রবেশের কোনও উপায় নেই। হাঁটু পর্যন্ত কাদা-জল জমে আছে। টানেলের ভেতরে অক্সিজেন পাঠানো হচ্ছে। জল নিষ্কাশনের জন্য 100 হর্সপাওয়ার পাম্পের ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজের জন্য 145 জন এনডিআরএফ এবং 120 জন এসডিআরএফ কর্মী মোতায়েন করা হয়েছে। সেকেনদরাবাদে একটি আর্মি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের একটি দলও রয়েছে উদ্ধারকাজে।
গত 22 ফেব্রুয়ারি সকাল 8টা 30 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। টানেলের প্রবেশপথের 14 কিলোমিটার ভিতরে টানেলের ছাদের প্রায় 3 মিটার অংশ ধসে পড়ে। এই সময় প্রায় 60 জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। বাকি শ্রমিকরা সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে আসতে পারলেও টানেল বোরিং মেশিন (টিবিএম) পরিচালনাকারী শ্রমিক ও ইঞ্জিনিয়ররা টানেলের গভীরে আটকে পড়েন।
টালেনের ভিতরে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের মধ্যে দুজন ইঞ্জিনিয়র, দুজন মেশিন অপারেটর এবং চারজন শ্রমিক রয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় কয়েকজন শ্রমিক আহতও হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং অন্যান্য কর্তাদের উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এর পরে, সেচমন্ত্রী এন উত্তম কুমার রেড্ডি, সেচ বিষয়ক সরকারি উপদেষ্টা আদিত্যনাথ দাস এবং অন্যান্য সেচ কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছান। কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডি দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল অর্থাৎ শনিবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফোনে কথা বলেন এবং সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের নিরাপদে বের করে আনার বিষয়ে আলোচনা করেন। তিনি উদ্ধারের কাজে সম্ভাব্য সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। বর্তমানে, উদ্ধারকাজে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনীর টাস্ক ফোর্স রয়েছে। রবিবার সকালেই উদ্ধারকারী দল ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিল ৷ কিন্তু, জমা জল-কাদার জন্য সুড়ঙ্গে প্রবেশ করতে না পেরে ফিরে আসে।
নির্মীয়মাণ সুড়ঙ্গের ছাদ ভেঙে আটকে 8 ! রেবন্ত রেড্ডিকে ফোন মোদির