নয়াদিল্লি, 30 মে: বিধানসভার পর তেলঙ্গানা এবং কর্ণাটকের লোকসভা ভোটেও ফের পরিবর্তন আশা করছে কংগ্রেস ৷ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই চলতি লোকসভা নির্বাচনে ভাল ফলের বিষয়ে ইতিমধ্য়েই দলের হাইকমান্ডকে অবহিত করেছেন বলে খবর। 4 জুন ফলাফলের আগে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি প্রাক্তন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেন ৷ অন্যদিকে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া 28 মে রাজ্যের এআইসিসি পর্যবেক্ষক রণদীপ সুরজেওয়ালার সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, সেই সময়ই দুই নেতা রাজ্যে কংগ্রেসের ফলের বিষয়ে হাইকমান্ডকে রিপোর্ট দিয়েছেন ৷
2023 কংগ্রেস তেলেঙ্গানা এবং কর্ণাটক, দুই রাজ্যেই ক্ষমতায় এসেছিল ৷ ফলে কেন্দ্রীয় নেতৃত্বের প্রত্যাশাও বাড়িয়ে তুলেছিল ৷ এই দুই রাজ্য দক্ষিণ ভারত থেকে সামগ্রিকভাবে দলের জন্য বিশেষ অবদান রাখবে বলেও মনে করছে হাইকমান্ড। নির্বাচনের আগে, উভয় মুখ্যমন্ত্রীই হাইকমান্ডকে লোকসভা আসনে ভালো ফলের জন্য আশ্বাস দিয়েছেন ৷ 28 মে দু'জনে দিল্লিতে গিয়ে নিজ নিজ রাজ্যে দলের সম্ভাবনা সম্পর্কেও শীর্ষ নেতৃত্বকে অবহিত করেন।