নয়াদিল্লি, 3 মে: ফের ভুয়ো মেলে বোমাতঙ্ক রাজধানীতে ৷ দিল্লি পুলিশ সদর দফতরে ই-মেল পাঠানোর অভিযোগে একটি কিশোরকে ধরল পুলিশ ৷ দিল্লির বাইরের নাংলোই এলাকায় একটি বোমা রাখা রয়েছে বলে মেল করেছিল সে ৷ শুক্রবার এমনটাই জানিয়েছে পুলিশ । মধ্য দিল্লির জয় সিং রোডে অবস্থিত নাংলোই এলাকাটি দিল্লি পুলিশের সদর দফতর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে।
এলাকায় তল্লাশি চালানোর পর জানা যায় ওই কিশোর এই কাজ করেছে ৷ সেই কারণে তাকে ধরে থানায় নিয়ে আসা হয় ৷ বাবা-মায়ের কাছে হস্তান্তর করার আগে তাকে পুলিশ কাউন্সেলিং করে ৷ এক বিবৃতিতে পুলিশের সদর দফতর বলেছে, "প্রেরক একজন অপ্রাপ্তবয়স্ক ৷ তাই জেজে (জুভেনাইল জাস্টিস) আইনের আদেশ মেনে তার পরিচয়ের বিবরণ শেয়ার করা যাবে না । মেলটি দুষ্কর্ম করতে পাঠানো হয়েছিল। কিশোরকে যথাযথ কাউন্সেলিং শেষে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে ৷