অসম, 15 অগস্ট: 78তম স্বাধীনতা দিবসে 19টি জায়গায় বোমা রেখেছে নিষিদ্ধ সংগঠন আলফা (আই) ৷ এমনই দাবি করেছে, তারা নিজেরাই ৷ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম-ইন্ডিপেনডেন্ট বিবৃতি দিয়ে দাবি করেছে যে, স্বাধীনতা দিবসে তাদের প্রতিবাদ জানানোর জন্য অসমের 19টি জায়গায় তারা বোমা রেখেছিল ৷ তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে সেগুলির বিস্ফোরণ ঘটেনি ৷
কোন কোন জায়গায় তারা বোমা স্থাপন করেছে, বিবৃতিতে তাও জানিয়েছে এই জঙ্গি সংগঠন ৷ স্থানীয়দের সেই বোমাগুলি নিষ্ক্রিয় করার আহ্বান জানিয়েছে তারা ৷ বিবৃতিতে দাবি করা হয়েছে, মোট 19টির মধ্যে আটটি বোমাই রাখা ছিল গুয়াহাটিতে ৷
বিবৃতিতে স্বাক্ষর রয়েছে জঙ্গি গোষ্ঠীর সহকারী প্রচার সম্পাদক তথা সেকেন্ড লেফটেন্যান্ট ইশান অসমের ৷ বিবৃতিতে বলা হয়েছে, "অসমের আদিবাসীদের জানানো হচ্ছে যে, দলের পক্ষ থেকে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (ইন্ডিপেনডেন্ট) 2024 সালের 15 অগস্ট সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে সামরিক বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিল, তা কারিগরি ত্রুটির কারণে করা সম্ভব হয়নি । তাই জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে বিক্ষোভের স্থান প্রকাশ করা হয়েছে ।"
জনগণকে বোমাগুলি সনাক্ত ও নিষ্ক্রিয় করার জন্য অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, "নিম্নলিখিত স্থানে বোমাগুলি স্থাপন করা হয়েছিল ৷ উক্ত স্থান থেকে বোমাগুলি সরাতে এবং নিষ্ক্রিয় করতে জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে ।"
বোমা রাখার স্থানের যে তালিকা আলফা-আই দিয়েছে,
1. শিবসাগরের ডিটিও অফিসে পড়ে থাকা একটি পুরনো গাড়িতে
2. পুরনো অ্যাম্বুলেন্সে রাস্তার পাশের শিবসাগর বিজি রোডে 5 নং গেট
৩. থানার কাছে লাকুয়া তিন আলি
4. ডিব্রুগড়ে অসম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি পুরনো বাসে
5. লখিমপুরে অসম রাজ্য পরিবহণ কর্পোরেশনের একটি পুরনো বাসে
6. লখিমপুরের কাছে প্যারেড গ্রাউন্ডে পুরনো এনএইচপিসি-র গাড়িতে
7. লালুক ডেইলি মার্কেটে