রোহতাস, 21 সেপ্টেম্বর: বিহারের রোহতাসে একই স্কুলের তিন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছাত্রীর। পড়ুয়ার অভিযোগ, স্কুলে যাওয়ার পর শিক্ষকরা বলেছিলেন তাঁর পোশাক ছোট এবং নোংরা। এই অভিযোগে স্কুলের তিন শিক্ষক একযোগে তাকে বেধড়ক মারধর করেন। শুধু তাই নয়, মেয়েটির মাথা দেওয়ালে ঠুকেও দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷
জানা গিয়েছে, করগহর থানা এলাকার একটি সরকারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী 3 শিক্ষকের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ এনেছে। ওই ছাত্রী জানিয়েছে, স্কুলের সব পড়ুয়াদের সামনে তাকে অপমান করা হয়েছে ৷ পরে শিক্ষকরা তাকে মারধর করে স্কুল থেকে বেরও করে দেন ৷ এছাড়া ওই জাতপাত সংক্রান্ত একাধিক শব্দ ব্যবহার করা হয়েছে বলে দাবি ছাত্রীর।
ওই পড়ুয়ার কথায়, "আমার বাবা-মা বাইরে থাকেন। আর্থিক সমস্যার কারণে আমার স্কুলের পোশাক মাত্র একটি। সময়ের সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধির কারণে পোশাকটি একটু ছোট হয়ে গিয়েছে । কিন্তু এর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষিকা এবং অন্য আরও একজন শিক্ষিকা আমাকে লাঞ্ছনা করেছেন ৷ মারধরও করেছেন।" অভিযোগ, ওই মেয়েটিকে মারধর করে এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। পরে মেয়েটি দুপুর তিনটে নাগাদ বাড়ি ফিরে আসে। পরিবারের সদস্যদের দাবি, বাড়িতে ফিরেও সে কাঁদতে থাকে ৷ একই সঙ্গে ছাত্রী জানায় আর সে স্কুলে যাবে না। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷