ভুবনেশ্বর, 8 এপ্রিল: স্ত্রীর ইউটিউব চ্যানেলে আরও বেশি সাবস্ক্রাইবার পেতে ও মনিটাইজেশন করতে আজব কাণ্ড ঘটালেন শিক্ষক স্বামী ৷ পরীক্ষার আগেই সোশাল মিডিয়ায় ফাঁস করে দিলেন প্রথম থেকে অষ্টম শ্রেণির প্রশ্নপত্র ৷ খবর পেতেই পুলিশ এসে গ্রেফতার করল সহকারী স্কুল শিক্ষক ও তাঁর স্ত্রীকে ৷ ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর জেলায় ৷ অভিযুক্তরা হলেন গোপীনাথ জুউ নোডাল উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগন্নাথ কর এবং তাঁর স্ত্রী ঋতুপূর্ণা পাতি ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 18 মার্চ সাইবার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল । ওড়িশা স্কুল এডুকেশন প্রোগ্রাম অথরিটির (ওএসইপিএ) প্রোজেক্ট ডিরেক্টর অভিযোগ করেন, পরীক্ষার আগে ইউটিউবে প্রশ্নপত্র ভাইরাল হচ্ছে । পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে । সেসময় সামনে আসে যে গঞ্জামের রম্ভা এলাকার সমীর সাহু 'সমীর এডুকেশনাল' নামে একটি ইউটিউব চ্যানেলে প্রশ্নপত্রটি আপলোড করেছিলেন । তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গত 30 মার্চ ইউটিউব চ্যানেল পরিচালনাকারী সমীরকে গ্রেফতার করে পুলিশ ।
পরে সমীর পুলিশকে জানান, 'প্রো অ্যানসার' নামে আরেকটি ইউটিউব চ্যানেলে এমন প্রশ্ন আপলোড করা হয়েছে । তদন্তে উঠে আসে জগন্নাথ তাঁর স্ত্রীর নামে চ্যানেলটি খুলেছিলেন । ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এবং ভিডিয়োগুলি মনিটাইজেশনের জন্য চ্যানেলে প্রশ্নপত্রগুলি আপলোড করা হয় । জগন্নাথ স্কুল থেকে প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর স্ত্রীকে দিয়ে দিতেন । তাঁর স্ত্রীর সোশাল মিডিয়া চ্যানেলে সেগুলি আপলোড করতেন । পরীক্ষার আগে ইউটিউবে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে সেই বলে সেগুলি সেখানে দেওয়া হত ৷
তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে ৷ যেখানে ফাঁস হওয়া প্রশ্নপত্র পাওয়া গিয়েছে । পুলিশ জানিয়েছে, পরীক্ষার দুই দিন আগে জগন্নাথ প্রশ্নপত্র সংগ্রহ করতেন এবং তাঁর স্ত্রীর ইউটিউব চ্যানেলে ফাঁস করতেন ।
আরও পড়ুন:
- ইউটিউব দেখে বাড়িতেই প্রসব করালেন স্বামী ! ছেলের জন্ম দিয়ে মৃত্যু যুবতীর
- সরকারি চাকুরে হলে ইউটিউব চ্যানেল নয়, জারি নির্দেশ
- ফেব্রুয়ারি থেকে শর্টস নির্মাতাদের বিজ্ঞাপনের টাকা দেবে ইউটিউব