কোটা, 20 অক্টোবর: স্কুলের ক্লাসরুমে গালিচা পাতার নির্দেশ দিয়েছিলেন শিক্ষক ৷ সেই নির্দেশ মানার চেষ্টাও করে 10 বছরের খুদে পড়ুয়া। কিন্তু সঠিকভাবে সেই কাজ করতে পারেনি ৷ অভিযোগ, এই অপরাধে লাঠি দিয়ে পিটিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর হাত ভেঙে দিলেন শিক্ষক ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার তেলিয়া খেদি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৷
ছাত্রীর পরিবারের অভিযোগ:
অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুল আজিজ ৷ ছাত্রীর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে গালিচা পাতার নির্দেশ দেন অভিযুক্ত শিক্ষক ৷ কিন্তু কাজ পছন্দ না হওয়ায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর উপর বেজায় চটে যান শিক্ষক ৷ এরপর হাতের সামনে থাকা একটি লাঠি দিয়ে খুদেকে পেটাতে শুরু করেন ৷ তাতেই হাত ভেঙে যায় 10 বছরের বাচ্চা মেয়েটির ৷ স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি এসে পুরো ঘটনাটি তার বাবা-মাকে জানায় বাচ্চাটি ৷
শিক্ষামন্ত্রীর নির্দেশ:
মেয়ের কাছে সমস্ত ঘটনা শুনে আসকালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে অভিযোগ জানান বাবা-মা ৷ ঘটনাচক্রে সেই সময় স্থানীয় একটি ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার ৷ ছাত্রীর বাবা-মাকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে যান পঞ্চায়েত প্রধান ৷
তাঁকে অভিযোগ জানাতেই ঘটনার তদন্তের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী দিলাওয়ার ৷ ডেপুটি পুলিশ সুপার ঘনশ্যাম মিনাকে তদন্তের দায়িত্ব দেন তিনি ৷ নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দাঁড়িয়ে একটি 'জিরো এফআইআর' দায়ের করেন ডেপুটি এসপি ৷ এরপর সেই অভিযোগ-পত্র পাঠানো হয় স্থানীয় মোদক পুলিশ স্টেশনে ৷