পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'কেটেছেঁটে মাত্র 50 সেকেন্ডের ফুটেজ সামনে আনা হয়েছে!', প্রমাণ লোপাটের অভিযোগ স্বাতীর - Swati Maliwal assault Case - SWATI MALIWAL ASSAULT CASE

Swati Maliwal Assault Case: শনিবার পুলিশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ির একাধিক জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ৷ এদিনই অভিযুক্ত বিভব কুমারকে গ্রেফতার করা হয় ৷ তবে মালিওয়ালের অভিযোগ, ওই ভিডিয়োগুলিতে কারসাজি করে আসল জায়গা বাদ দেওয়া হয়েছে ৷

Swati Maliwal allegedly assaulted by Kejriwal PA
স্বাতী মালিওয়ালকে হেনস্তা করার অভিযোগ উঠেছে বিভব কুমারের বিরুদ্ধে (ইটিভি ভারত)

By ANI

Published : May 19, 2024, 11:02 AM IST

নয়াদিল্লি, 18 মে: ভিডিয়োর অনেকটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দাবি করলেন আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল ৷ পুরো বিষয়টা একটা ষড়যন্ত্র বলে সরব হলেন তিনি ৷ শনিবার স্বাতীকে নিগ্রহ করার অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ি থেকে তাঁর আপ্তসহায়ক বিভব কুমারকে গ্রেফতার করে পুলিশ ৷ এদিনই আপ রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের হেনস্তার ঘটনায় কেজরিওয়ালের বাড়ির একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দিল্লি পুলিশ ৷ তবে পুলিশের সন্দেহ বিভব তাঁর মোবাইলে থাকা ভিডিয়ো বিকৃত করেছেন ৷ এই দাবি অবশ্য শুক্রবার রাতেই তুলেছিলেন স্বাতী ৷

গত 13 মে স্বাতী মালিওয়াল মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে গিয়েছিলেন ৷ সেখানে তাঁকে আপ প্রধানের সহকারী বিভব কুমার শারীরিকভাবে নিগ্রহ করেছেন বলে অভিযোগ ৷ এই ঘটনায় তিনি থানায় এফআইআর দায়ের করেন ৷ এদিকে আপ্ত সহায়কের গ্রেফতারির ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে তোপ দেগেছেন আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও দলের নেতারা ৷ আপ প্রধান বিভব কুমারের পাশে দাঁড়িয়েছেন ৷

ভিডিয়ো প্রসঙ্গে গতকাল রাতে স্বাতী মালিওয়াল সোশাল মিডিয়ায় লেখেন, "বিভব আমাকে নৃশংসভাবে মারধর করেছে ৷ আমায় চড়, লাথি মেরেছে ৷ আমি যখন নিজেকে ছাড়িয়ে 112 নম্বরে ফোন করি তখন তিনি বাইরে চলে যান ৷ নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠান এবং ভিডিয়ো রেকর্ড করতে আরম্ভ করেন ৷ আমি তখন চিৎকার করে উঠেছিলাম ৷ নিরাপত্তারক্ষীদের বলছিলাম, বিভব আমাকে এলোপাথাড়ি মারধর করেছে ৷" তিনি আরও জানান, "ভিডিয়ো ফুটেজের একটা বড় অংশ কেটেকুটে, মাত্র 50 সেকেন্ডের ভিডিয়ো প্রকাশ করা হয়েছে ৷ সেখানে আমি নিরাপত্তারক্ষীদের কাছে চেঁচিয়ে চেঁচিয়ে হাঁফিয়ে উঠেছি ৷"

শনিবার বিভব কুমারকে আদালতে পেশ করে পুলিশ ৷ তারা জানিয়েছে কুমার তদন্তকারী এজেন্সিকে তাঁর মোবাইলের পাসওয়ার্ড পুলিশকে দিতে রাজি হয়নি ৷ কেজরিওয়ালের আপ্তসহায়ক পুলিশকে জানিয়েছেন, তাঁর ফোনে কিছু সমস্যা হওয়ায় মুম্বইয়ে তা ফরম্যাট করতে হয়েছে ৷ এই বক্তব্যের প্রেক্ষিতে পুলিশ পালটা জানিয়েছে, মোবাইল ফোন ফরম্যাট করার আগে মোবাইলের ডেটা কপি করে রাখা উচিত ছিল ৷ স্বাতী মালিওয়াল নিগ্রহ মামলায় সেই ডেটা উদ্ধার করতে কুমারকে নিয়ে মুম্বই যেতে পারে পুলিশ ৷ মোবাইল বিশেষজ্ঞরা ওই ডেটা উদ্ধার করার সময় সেখানে বিভবের থাকা প্রয়োজন ৷

এদিকে মালিওয়াল এই ডেটা মুছে ফেলা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ আপের রাজ্যসভার সাংসদ স্বাতী বলেন, "এবার ফোন ফরম্যাট করে পুরো ভিডিয়ো ডিলিট করতে হল ? সিসিটিভি ফুটেজটাও নেই ৷ এটা একটা চূড়ান্ত ষড়যন্ত্র ৷" এদিকে আপের দাবি, এই ঘটনা স্রেফ বিজেপির চক্রান্ত ৷ সম্প্রতি দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই দুর্নীতি চাপা দিতে বিজেপি তাঁকে ব্ল্যাকমেল করছে ৷ সেই চাপে স্বাতী এই অভিযোগ তুলেছেন ৷ তাতে কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ স্বাতী মালিওয়ালকে হেনস্তা করা হয়নি ৷

আরও পড়ুন:

  1. গ্রেফতার কেজরির আপ্তসহায়ক, বাজেয়াপ্ত মুখ্যমন্ত্রীর বাড়ির সিসিটিভি ফুটেজ
  2. চড়-লাথি মেরেছেন কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব, দিল্লি পুলিশকে জানিয়েছেন স্বাতী মালিওয়াল

ABOUT THE AUTHOR

...view details