ইম্ফল, 10 জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা চালাল সন্দেহভাজন জঙ্গিরা ৷ এই ঘটনায় একজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ৷ তবে মণিপুরের মুখ্যমন্ত্রী নিরাপদেই রয়েছেন বলে খবর মিলেছে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এন বীরেন সিং ৷
তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত নিন্দনীয় । এটি সরাসরি মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ, মানে সরাসরি রাজ্যের জনগণের উপর । তাই, রাজ্য সরকারকে কিছু করতে হবে । আমি আমার সব সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করব । আমরা সিদ্ধান্ত নেব...৷"
জানা গিয়েছে, সোমবার সকালে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়টি হিংসা বিধ্বস্ত জিরিবাম জেলার দিকে যাচ্ছিল ৷ শনিবারই এই জিবিরামে হামলার ঘটনার ঘটিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা ৷ এ দিন সেই একই ঘটনার পুনরাবৃত্তি করে কাংপোকপি জেলায় অতর্কিতে মুখ্যমন্ত্রীর কনভয়কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে সন্দেহভাজন জঙ্গিরা ৷ পালটা গুলি ছোড়েন নিরাপত্তা কর্মীরাও ৷ দু'পক্ষের গুলি বিনিময়ে একজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷