নয়াদিল্লি, 11 জুন: মেডিক্যালের সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ, নিট 2024-এর নতুন করে আয়োজনের আবেদনের মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট ৷ সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য অস্বচ্ছতার অভিযোগের প্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়েছিল ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি ছিল ৷
বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর অবকাশকালীন বেঞ্চে আরও একটি আবেদন করা হয়েছিল ৷ নিটের যে ফলপ্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী ইতিমধ্যে বিভিন্ন মেডিক্যাল কলেজে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ সেই প্রক্রিয়া বন্ধ করার আবেদন জানানো হয়েছিল ৷ কিন্তু, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ উল্লেখ্য, এবছর 5 মে সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৷ 14 জুন এন্ট্রান্সের ফল ঘোষণা হওয়ার কথা থাকলেও, তার দশদিন আগে 4 জুন পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছিল ৷