নয়াদিল্লি, 15 মে: নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে হেফাজত থেকে মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ বুধবার শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে ৷ সন্ত্রাস বিরোধী আইনে প্রবীর পুরকায়স্থের গ্রেফতারিকে সুপ্রিম কোর্ট আইনের দিক থেকে অবৈধ বলেও উল্লেখ করেছে ৷
বিচারপতি বি আর গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হয় বুধবার ৷ শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, 2023 সালের 4 অক্টোবর প্রবীর পুরকায়স্থকে গ্রেফতারের পর তাঁকে হেফাজতে নেওয়ার কারণ লিখিতভাবে তাঁকে বা তাঁর আইনজীবীকে জানানো হয়নি ৷ তাই এই বিষয়টিকে ক্ষতিকর বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত ৷ সেই কারণেই তাঁকে হেফাজত থেকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ৷
এই নিয়ে দিল্লি হাইকোর্টের একটি রায়কেও আইনের চোখে অবৈধ বলে উল্লেখ করে সেই রায় এ দিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ প্রবীর পুরকায়স্থের তরফে দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধেই আবেদন করা হয়েছিল ৷ সেই রায়ে প্রবীরের তরফে গ্রেফতারি ও পুলিশি হেফাজতের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছিল ৷
রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট বলে, "যদিও, আমরা আবেদনকারীকে জমানত না দিয়ে মুক্তির নির্দেশ দিতে রাজি ৷ কিন্তু যেহেতু চার্জশিট দাখিল করা হয়েছে, তাই আমরা মনে করি যে ট্রায়াল কোর্টের সন্তুষ্টির জন্য আবেদনকারীকে জামিনের মুচলেকা দিয়ে হেফাজত থেকে মুক্তি দেওয়া উচিত ৷" তবে আদালত এটা জানিয়েছে যে এ দিনের কোনও পর্যবেক্ষণকেই মামলার যোগ্যতার উপর মন্তব্য হিসেবে গণ্য করা হবে না ।