পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টে জামিন প্রাক্তন মন্ত্রীর, বিরোধীদের দমাতে ইডি'কে ব্যবহার করা হচ্ছে, জানালেন স্ট্যালিন - Senthil Balaji Gets Bail - SENTHIL BALAJI GETS BAIL

Former Tamil Nadu minister V Senthil Balaji Gets Bail: অর্থের বিনিময়ে চাকরি দুর্নীতিতে আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজি ৷ বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷

Former Tamil Nadu minister V Senthil Balaji Gets Bail
তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজির জামিন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 2:15 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: আর্থিক জালিয়াতির ইডি মামলায় জামিন পেয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী ভি সেন্থিল বালাজি ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে ৷ গত বছরের জুনে তাঁকে গ্রেফতার করেছিল ইডি ৷ এই ঘটনায় খুশির হাওয়া ডিএমকে শিবিরে ৷

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের প্রতিক্রিয়া, ভি সেন্থিল বালাজিকে জেলে আটকে ডিএমকে শিবিরকে চুপ করানোর চেষ্টা করেছে বিরোধীরা ৷ কিন্তু তিনি আগের থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন ৷ স্ট্যালিন বালাজিকে তাঁর 'প্রিয় ভাই' বলে সম্বোধন করেন তিনি ৷ 471 দিন পর জেল থেকে মুক্তি পেয়েছেন ডিএমকে-র প্রাক্তন মন্ত্রী ৷

মুখ্যমন্ত্রী স্ট্যালিন তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "বিরোধীদের দমন-পীড়নে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ব্যবহার করা হয়েছে ৷ কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে আলো দেখিয়েছে ৷" জরুরি অবস্থার কথা উল্লেখ করে তিনি লেখেন, "জরুরি অবস্থার সময়েও মানুষ এতদিন জেলে কাটায়নি ৷ 15 মাস ধরে বালাজির বিরুদ্ধে এই রাজনৈতিক ষড়যন্ত্র চলেছে ৷ তাঁকে কারাগারে বন্দি করে তাঁর সংকল্প ভেঙে দেওয়ার চেষ্টা করেছে ওরা ৷"

সদ্য জামিন পাওয়া সেন্থিল বালাজিকে স্বাগত জানিয়ে ডিএমকে সভাপতি লিখেছেন, "সেন্থিল বালাজিকে স্বাগত ৷ জেল থেকে বেরিয়ে তিনি আরও শক্তিশালী হয়েছে ৷ আপনার আত্মত্যাগ অনেক বড় ৷ আপনার সংকল্প আরও মহৎ ৷"

এদিন সেন্থিল বালাজির জামিন মঞ্জুর করা নিয়ে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ জানান, একদিকে তদন্ত প্রক্রিয়ায় দেরি হবে, আবার অন্যদিকে জামিনের শর্তগুলি আরও কঠোর হবে ৷ এই দুটো একসঙ্গে চলতে পারে না ৷

অগস্ট মাসে তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজির জামিনের আবেদনের শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল দেশের শীর্ষ আদালত ৷ এআইডিএমকে জমানায় পরিবহণ মন্ত্রী ছিলেন সেন্থিল বালাজি ৷ সেই সময় অর্থের বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় আর্থিক জালিয়াতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ গত বছরের জুনে তাঁকে গ্রেফতার করেছিল ইডি ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং আইনজীবী জোহেব হাসান প্রতিনিধিত্ব করেন ৷ অভিযুক্ত সেন্থিল বালাজির পক্ষে আইনি লড়াই করেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতাগি ৷ সওয়াল-জবাব পর্বে জামিনের তীব্র বিরোধিতা করে ইডি ৷ ইডির পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখিয়েছে যে অভিযুক্ত টাকা দিয়ে সাক্ষী এবং অভিযোগকারীদের কেনার চেষ্টা করছেন ৷ অন্যদিকে, বালাজির পক্ষে আইনজীবী মুকুল রোহতাগি বলেন, "আগে জামিন মঞ্জুর করুন ৷ বাকি বিষয়গুলি পরে দেখা যাবে ৷ আমি এখন আর মন্ত্রী নই ৷ আমার হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details