পশ্চিমবঙ্গ

west bengal

রাজনীতি নয়, তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি তদন্তে সুপ্রিম কোর্টের সিট - TIRUPATI LADDU ROW

তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি মেশানো ভেজাল ঘি ব্যবহার হয়েছে ৷ এই মামলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে বিশেষ তদন্তকারী দল গঠন করল সুপ্রিম কোর্ট ৷

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

Published : 5 hours ago

Updated : 3 hours ago

TIRUPATI LADDU ROW
তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরির ঘি নিয়ে বিতর্ক (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 4 অক্টোবর: তিরুপতির লাড্ডু তৈরির ঘিয়ে পশুর চর্বি, মাছের তেল মেশানো ৷ এই মামলায় এবার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল সুপ্রিম কোর্ট ৷ এর আগে 27 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সিট গঠন করেছিলেন ৷ অন্ধ্র সরকার গঠিত সিট এই বিষয়ে তদন্ত করবে নাকি অন্য কোনও স্বাধীন সিট গঠন করা হবে ?

30 সেপ্টেম্বরের শুনানিতে শীর্ষ আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছিল বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ ৷ শুক্রবার সলিসিটর জেনারেল আদালতে আবেদন করেন, অন্ধ্র সরকারের গঠিত সিট কী তদন্ত করছে, তা দেখাশোনা করতে কেন্দ্রীয় সরকারের এক উচ্চাধিকারিককে নিয়োগ করা যায় ৷

এই বেঞ্চ জানায়, শীর্ষ আদালতের গঠিত সিট এর তদন্ত করবে ৷ এই দলে থাকবেন সিবিআই-এর দুই আধিকারিক, রাজ্য পুলিশের দুই কর্তা এবং খাদ্যের মান নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া-র (এফএসএসএআই) এক উচ্চ আধিকারিক ৷ এই তদন্তে নেতৃত্ব দেবেন সিবিআই-এর ডিরেক্টর ৷ শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷

লাড্ডুতেপশুর চর্বি বিতর্কে আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল ৷ সেই সব মামলায় এদিন দুই সদস্যের বেঞ্চ জানায়, মন্দিরের লাড্ডু বিতর্ক মামলায় আদালতকে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হতে দেওয়া হবে না ৷ রাজনীতি ও ধর্ম দু'টি আলাদা বিষয় ৷ বেঞ্চের পর্যবেক্ষণ, "বিষয়টি রাজনৈতিক নাটক হয়ে উঠুক, এটা আমরা চাই না ৷" 30 সেপ্টেম্বরের শুনানিতেও অন্ধ্রপ্রদেশ সরকারকে কড়া বার্তা দিয়ে আদালত জানায়, "আমরা আশা করি, অন্তত দেবতাদের রাজনীতি থেকে দূরে রাখা হবে ৷"

বাঁদিক থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এবং বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (ইটিভি ভারত)

গত 19 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন ৷ তিনি জানান, হিন্দুদের পবিত্র ও বিখ্যাত এই মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরির ঘিয়ে ভেজাল মেশানো আছে ৷ তাতে গরু ও শুয়োরের চর্বি, মাছের তেলের নমুনা পাওয়া গিয়েছে ৷ ওই ঘি পরীক্ষার জন্য গুজরাতের দুগ্ধ উন্নয়ন বোর্ডের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল ৷

পূর্বতন ওয়াইএসআরসিপি মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির আমলে এই কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ করেন টিডিপি প্রধান নাইডু ৷ এরপরই অন্ধ্রপ্রদেশ তথা দেশজুড়ে শোরগোল পড়ে যায় ৷ টিডিপির মুখপাত্র আনাম ভেঙ্কটা রমনা রেড্ডি ল্যাব রিপোর্টটি প্রকাশ করেন ৷ তিনি দাবি করেন, মাত্র 320 টাকা কেজি দরে মন্দিরে গত জুন ও জুলাই মাসে ঘি সরবরাহ করেছিল এআর ডেয়ারি ফুড প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি ৷ সেটি তামিলনাড়ুর দিন্দিগুলে অবস্থিত ৷

এই খবরের পরপরই অন্ধ্রের তিরুপতি বালাজি মন্দির ও মন্দিরের প্রসাদ শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু হয় ৷ এরপর 21 সেপ্টেম্বর এই সংস্থার ঘিয়ের নমুনা সংগ্রহ করে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) ৷ এরপর তিরুপতি লাড্ডু কাণ্ডের ভেজাল ঘি তদন্তে সিট গঠন করে অন্ধ্রপ্রদেশ সরকার ৷

Last Updated : 3 hours ago

ABOUT THE AUTHOR

...view details