পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাজে ফিরুন ! আন্দোলনকারী চিকিৎসকদের ‘সুপ্রিম’ অনুরোধ - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Supreme Court on RG Kar Incident: আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ সুপ্রিম কোর্টের ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একই সঙ্গে আশ্বাস দিয়েছেন, কাজে ফিরলে তাঁদের বিরুদ্ধে কোনও ‘ব্যবস্থা’ নেবে না কর্তৃপক্ষ ৷ তাঁদের কাজের ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না ৷

Supreme Court on RG Kar Incident
চিকিৎসকদের ‘সুপ্রিম’ অনুরোধ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 12:59 PM IST

Updated : Aug 22, 2024, 1:44 PM IST

নয়াদিল্লি, 22 অগস্ট: আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কলকাতা হাইকোর্ট থেকে মামলা হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এবার আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ৷ একই সঙ্গে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে, কাজে ফিরলে ‘কর্মবিরতি’র জন্য তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া ৷

প্রধান বিচারপতির বেঞ্চ এদিন স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও চিন্তা ব্যক্ত করেন ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে ৷’’ প্রসঙ্গত, নাগপুর এইমসের কাউন্সিল ফর রেসিডেন্ট ডক্টরস বেঞ্চকে জানায়, আরজি কর কাণ্ডের প্রতিবাদে নেমে তাঁদের হেনস্তার শিকার হতে হচ্ছে ৷

সেই প্রসঙ্গেই ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলে, প্রথমে কাজে ফিরুন ৷ তারপরে সেখানে যেকোনও সমস্যা হলে আমাদের জানান ৷ কিন্তু চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে ৷ রোগীরা যদি পরিসেবা না-পায়, তাহলে সমস্যা হবে ৷ আমরা আশ্বাস দিচ্ছি, কাজে ফিরলে চিকিৎসকদের কোনও সমস্যা হবে না ৷

দেশের সর্বত্র হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হিংসার ঘটনার আশঙ্কা করে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে 10 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশও দিয়েছে তিন বিচারপতির এই বেঞ্চ ৷ জাতীয় টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন সার্জন ভাইস অ্যাডমিরাল আরপি সারিন ৷ এই কমিটি হাসপাতালে নারী-পুরুষ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখে জাতীয় স্তরে একটি প্রোটোকল তৈরি করবে ৷ তাঁদের কাজের সুযোগ-সুবিধার দিকটিও থাকবে প্রোটোকলের মধ্যে ৷ এই জাতীয় টাস্ক ফোর্সকে 3 সপ্তাহের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে আদালতে ৷ দু'মাসের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করতে হবে ৷

Last Updated : Aug 22, 2024, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details