পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাসিক ভাতা হাজার টাকা, উপভোক্তা সানি লিওনি ! - SUNNY LEONE MAHTARI VANDAN YOJANA

বিজেপি সরকারের মহতারি বন্দন যোজনায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ তুলল কংগ্রেস ৷ সরকারি প্রকল্পের অর্থ ঢুকছে বলিউড অভিনেত্রীর নামে ৷

SUNNY LEONE MAHTARI VANDAN YOJANA
সরকারি প্রকল্পে সানি লিওনির নাম (ফাইল চিত্র, ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2024, 1:51 PM IST

Updated : Dec 23, 2024, 2:14 PM IST

রায়পুর, 23 ডিসেম্বর: বলিউড অভিনেত্রী সানি লিওনির নামে ঢুকছে সরকারি প্রকল্পের টাকা ! প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন তিনি ৷ দিনের পর দিন অভিনব কায়দায় চলছে দুর্নীতি ৷ ছত্তিশগড় সরকারের মহতারি বন্দন যোজনায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ তুললেন কংগ্রেস নেতা জয়বর্ধন বাঘেল ৷

অভিযোগের সপক্ষে একটি পোস্টও করেন অভনপুর বিধানসভার যুব কংগ্রেস সভাপতি জয়বর্ধন ৷ পোস্টে সানি লিওনির নামাঙ্কিত অ্যাকাউন্টের হিসেবও তুলে ধরেন কংগ্রেস নেতা ৷ তিনি লেখেন, "ছত্তিশগড় সরকারের মহতারি বন্দন যোজনায় দুর্নীতি ৷ এই প্রকল্পের আওতায় বলিউড অভিনেত্রী সানি লিওনিকে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হচ্ছে সরকারের তরফে ৷ এই ঘটনা ছত্তিশগড়ে বিজেপি সরকারের দুর্নীতির প্রমাণ ৷"

কংগ্রেস নেতার দেওয়া তথ্য অনুযায়ী, আবেদনপত্রে প্রাপকের নাম রয়েছে সানি লিওনি ৷ ব্যক্তিগত পরিচয়ে ক্ষেত্রে তাঁর স্বামীর নাম দেওয়া হয়েছে জনি সিনস ৷ রেজিস্ট্রেশন নম্বর MVY006535575 ৷ আবেদনকারীর ঠিকানা হল, বাস্তরের তালুর গ্রাম ৷ স্থানীয় অঙ্গনওয়ারি কেন্দ্রের মাধ্যমে নাম নথিভুক্ত করা হয় বলে জানা গিয়েছে ৷ চলতি বছরের মার্চ মাস থেকে এই আবেদনপত্রে দেওয়া অ্যাকাউন্ট নম্বরে টাকা ঢুকছে ৷

কংগ্রেস নেতার পোস্ট (কংগ্রেস নেতার ফেসবুক)

উল্লেখ্য়, মহতারি বন্দন যোজনার অধীনে রাজ্যের বিবাহিত মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় ৷ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই যোজনা শুরু করেন ৷ এই যোজনায় বড় দুর্নীতি চলছে বলে কংগ্রেসের অভিযোগ ৷ বিজেপি সরকারের সমালোচনা করে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস প্রধান দীপক বেইজ বলেন, "এই প্রকল্পের আওতায় প্রায় 70 লক্ষ মানুষ উপকৃত হচ্ছে ৷ এদের মধ্য়ে 50 লক্ষ ভুয়ো আবেদনকারী ৷ এমনকী, মৃত মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা ! ঘটনার দ্রুত তদন্ত করুক সরকার ৷"

এদিকে, কংগ্রেস নেতার অভিযোগের পর নড়চড়ে বসে প্রশাসন ৷ রাজ্য মহিলা ও শিশু কল্যাণ দফতরকে ঘটনার তদন্তের নির্দেশ দেন বাস্তারের জেলা শাসক হরিশ এস ৷ তাঁর কথায়, "এই দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে কড়া শাস্তি দেওয়া হবে ৷ অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্য়েই বাজেয়াপ্ত করা হয়েছে ৷" প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বেদমতি যোশী ৷ তালুর অঙ্গনওয়ারির কর্মী তিনি ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় বলে জানান জেলায় এই প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিক ৷

অবশ্য, সরকারের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করে দেন বিজেপি নেতারা ৷ বিজেপির মুখপাত্রের কথায়, "রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা উদ্দেশে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে কংগ্রেস ৷"

পড়ুন:উত্তরপ্রদেশে এনকাউন্টার, খতম 3 খালিস্তানি জঙ্গি
Last Updated : Dec 23, 2024, 2:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details