বিশাখাপত্তনম, 15 এপ্রিল: চন্দ্রবাবু নাইডুর নির্বাচনী সভায় পাথর ছোড়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ৷ রবিবার ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের গাজুওয়াকায় ৷ তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান চন্দ্রবাবুর উপস্থিতিতে একটি নির্বাচনী জনসভায় পাথর ছোড়া হয় ৷ টিডিপি প্রধান মঞ্চে বক্তব্য রাখার সময় এক অজ্ঞাতপরিচয় গাড়ির পিছন থেকে পাথর ছুড়ে পালিয়ে যায় । যে ব্যক্তি পাথর ছুড়েছিল তাকে খুঁজতে তৎক্ষণাৎ তল্লাশি শুরু করে পুলিশ ৷
তাঁর জনসভায় এই ধরনের ঘটনার জবাবও দিয়েছেন চন্দ্রবাবু । তিনি জানান, যে গতকাল রাতে বিজয়ওয়াড়ায় মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছিল । যার ফলে তাঁর কপাল ফেটে যায় ৷ গাঁজা ব্যাচ এবং ব্লেড ব্যাচ এই কাজ করছে বলে তিনি দাবি করেন ৷ এরপর তেনালিতে বারাহী যাত্রার সময় পবন কল্যাণের উপরও পাথর ছোড়া হয় রবিবার সন্ধ্যায়।
বিজয়ওয়াড়ায় জগনের উপর পাথর হামলার নাটকও তিনি প্রকাশ করবেন বলে হুঁশিয়ারি দেন চন্দ্রবাবু । তিনি জানান, গত নির্বাচনের সময়ও তার উপর পাথর ছোঁড়া হয়েছিল ৷ শনিবার মুখ্যমন্ত্রী জগনের সভায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । আর তখনই পাথর পড়ার ঘটনা ঘটে ৷ চন্দ্রবাবু জিজ্ঞাসা করেন এর জন্য দায়ী কে? যারা পাথর ছুড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি । পুলিশ ও গোয়েন্দারা কী করছে সে বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী জগনকে প্রশ্ন করেন। জানতে চান পুলিশ কী আদৌ এইসব ঘটনার তদন্তের জন্য পদক্ষেপ নেয় কি না ৷
চন্দ্রবাবুর কথায়, বিজয়ওয়াড়ায় মুখ্যমন্ত্রী জগনের উপর পাথর নিক্ষেপের ঘটনার নিন্দা করেছেন সবাই ৷ কিছু লোক তো বলেছেন যে তিনি নিজেই নাকি পাথর দিয়ে হামলা করিয়েছেন ৷ প্রসঙ্গত, রবিবার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে জনসেনা প্রধান পবন কল্যাণের 'বারাহী যাত্রা'য় উত্তেজনা ছড়ায় পাথর ছোড়াকে কেন্দ্র করে । রবিবার সন্ধ্যায় গুন্টুর জেলার তেনালিতে যখন যাত্রা চলছিল, তখন এক ব্যক্তি পবনকে পাথর ছুড়ে মারে । যদিও পাথরটি তাঁর গায়ে না-লেগে পাশে পড়ে ৷ তৎক্ষণাৎ সতর্ক জনসেনা দলের ক্যাডাররা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয় ৷
আরও পড়ুন :
- লক্ষ্য করে উড়ে এল ঢিল, নির্বাচনী রোড-শো'য়ে কপাল ফাটল অন্ধ্রের মুখ্যমন্ত্রীর