নয়াদিল্লি, 31 ডিসেম্বর: কলকাতা থেকে প্রচুর পরিমাণে ভেজাল ওষুধ উদ্ধার ৷ যার মধ্যে রয়েছে মারণ রোগ ক্যানসার থেকে ডায়াবেটিসের মতো ওষুধ ৷ বাজেয়াপ্ত ভেজাল ওষুধের বাজারমূল্য আনুমানিক 6 কোটি 60 লক্ষ টাকা ৷ ঘটনায় ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্ত মহিলাকে আদালতে তোলা হলে বিচারক 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন ৷
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, সম্প্রতি ভারত জুড়ে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি 111টি ওষুধকে নিম্নমানের বলে তকমা দেওয়া হয়েছে ৷ সেই ঘটনার কয়েকদিন পর এই অভিযান চালানো হয় । ভেজাল ওষুধের বিরুদ্ধে কলকাতায় যৌথ অভিযান চালায় সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, ইস্ট জোন এবং পশ্চিমবঙ্গের ড্রাগস কন্ট্রোল ডিরেক্টরেট ৷ আর তাতেই মেলে সাফল্য ৷ গত 24 ঘণ্টায় সরবরাহকারী সংস্থার থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকার অ্যান্টি-ক্যানসার ও অ্যান্টি-ডায়াবেটিক ভেজাল ওষুধ ৷