নয়াদিল্লি, 1 নভেম্বর:সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পূর্ণ ৷ এরপর শুক্রবার ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তের ডেমচকে টহলদারি শুরু করল ভারতীয় সেনা ৷ সেনা বাহিনী সূত্রে খবর, পূর্ব লাদাখের দু'টি বিতর্কিত জায়গা ডেমচক ও ডেপসাং-এ সেনা প্রত্যাহার করেছে ভারত ও চিন ৷ সূত্রের খবর, ডেমচকে সেনার টহলদারি শুরু হলেও ডেপসাং-এ এখনও তেমন কিছু শুরু হয়নি ৷ কিন্তু শীঘ্রই হবে ৷
বুধবার সেনার তরফে জানানো হয়েছিল, ভারত ও চিন পূর্ব লাদাখের ডেমচক ও ডেপসাং উপত্যকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা সরিয়ে আনার কাজ সম্পূর্ণ করেছে ৷ এই দু'টি জায়গায় খুব শীঘ্রই সেনার টহলদারি শুরু হবে ৷ পরদিন বৃহস্পতিবার দীপাবলিতে দুই দেশের সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করে এবং একে অপরকে শুভেচ্ছা জানায় ৷ সেনা প্রত্যাহারের পর এই চিরাচরিত প্রথার মধ্যে দিয়ে ভারত ও চিনের মধ্যে নতুন ভাবে সম্পর্কের সূচনা হয়েছে ৷