জয়পুর, 20 ফেব্রুয়ারি: সংসদের নিম্নকক্ষ থেকে এবার উচ্চকক্ষে আসতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ এতদিন তিনি ছিলেন উত্তরপ্রদেশের রায়বরেলির সাংসদ ৷ এবার তিনি রাজস্থান রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদে কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন ৷ মঙ্গলবার তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হিসেবে ঘোষণা করেন রাজস্থান বিধানসভার সচিব মহাবীর প্রসাদ শর্মা ৷
1999 সালে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন সোনিয়া গান্ধি ৷ প্রথমবার তিনি কর্ণাটকের বেল্লারি ও উত্তরপ্রদেশের আমেঠি আসন থেকে জিতেছিলেন ৷ পরে বেল্লারি আসনটি তিনি ছেড়ে দেন ৷ সাংসদ থেকে যান গান্ধি পরিবারের গড় হিসেবে পরিচিত আমেঠিতে ৷ 2004 সালে তিনি ভোটে লড়েন রায়বরেলি থেকে ৷ এই আসনটিও গান্ধি পরিবারের গড় হিসেবেই বরাবর পরিচিত ৷
ওই আসনে এখনও অপরাজিত সোনিয়া গান্ধি ৷ 2004 এর পর 2009, 2014 ও 2019 সালে সেখানে তিনি জিতেছেন ৷ কিন্তু এবার 77 বছর বয়সী এই নেত্রী লোকসভার বদলে রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন ৷ সেই মতো রাজস্থান থেকে তিনি প্রার্থী হন ৷ আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে প্রথমবারের জন্য সংসদের উচ্চকক্ষের সদস্য হলেন ৷