বেঙ্গালুরু, 2 ফেব্রুয়ারি: ব্রেকফাস্ট না করায় মাকে খুন করার অভিযোগ উঠল নাবালক ছেলের বিরুদ্ধে ৷ লোহার রড দিয়ে মাথায় আঘাত করে বছর চল্লিশের ওই মহিলাকে তাঁর ছেলে খুন করে বলে অভিযোগ । শুক্রবার সকালে বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে । খুনের পর বছর 17-র ওই অভিযুক্ত কেআর পুর থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করে । মৃতের নাম নেত্রাবতী ৷ তিনি ছেলেকে নিয়ে কেআর পুরের জাস্টিস ভিমাইয়া লেআউটে থাকতেন ৷
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কর্ণাটকের কোলার জেলার মুলাবাগিলুতে ডিপ্লোমা পড়ছে ৷ বৃহস্পতিবার সে বাড়িতে আসে । রাতে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয় । রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে ছেলেটি । শুক্রবার সকালে সে যথারীতি কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হয় । সকাল সাড়ে 7টায় সে লক্ষ্য করে যে তার মা খাবার তৈরি না করেই ঘুমাচ্ছেন ৷ তাতে সে রেগে যায় । সে মাকে জিজ্ঞাসা করে যে কেন খাবার তৈরি হয়নি ? তখন নেত্রাবতী তাকে বকাঝকা করেন । এই নিয়ে আবারও উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় ।