বারাণসী, 29 ফেব্রুয়ারি: ডিজিটাল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন সরকারি ব্যবস্থাকেও ডিজিটালাইজড করার উদ্যোগ সাম্প্রতিককালে ধরা পড়েছে ৷ এই প্রচেষ্টায় স্মার্ট সিটি বারাণসীতে যেটা হতে চলেছে, তা একেবারে নজিরবিহীন ৷ দেশের প্রাচীনতম শহরের একটি ডিজিটাল 3ডি ম্যাপ তৈরি হতে চলেছে ৷ সহজ ভাষায় বলতে গেলে, ডিজিটাল ম্যাপে বারাণসীর যুগল রূপ দেখা যাবে । এতে জনগণের বিশেষ সুবিধে হবে বলে আশা করা হচ্ছে ৷ বারাণসীই হবে দেশের প্রথম শহর যার 3ডি টুইন ম্যাপ তৈরি করা হচ্ছে । সরু অলিগলিতে ভরা শহরে পায়ে হেঁটে এই 3ডি মানচিত্র তৈরি করা হবে । যার জন্য খরচ পড়বে প্রায় 6 কোটি টাকা ৷
বারাণসী স্মার্ট সিটির মুখ্য জনসংযোগ আধিকারিক শাকম্ভরী নন্দন সোনথালিয়া বলেন যে, রাজ্য সরকার শীঘ্রই কাশীর একটি ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে চলেছে । সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী সফরের সময় এই প্রকল্পের উদ্বোধন করেন । এই ডিজিটাল মডেলটি 3ডি আকারে দৃশ্যমান হবে । বারাণসীর প্রতিটি রাস্তা এবং গুরুত্বপূর্ণ স্থান-সহ সমগ্র কাশী 3-ডি আরবান স্পেশিয়াল ডিজিটাল টুইনের মাধ্যমে দৃশ্যমান হবে ।
দেশে প্রথম 3ডি টুইন ম্যাপিং হচ্ছে বারাণসীর শাকম্ভরী নন্দনের মতে, এই ম্যাপিংয়ের ফলে খুবই সুবিধা হবে মানুষের । এর সাহায্যে কাশীর উন্নয়ন পরিকল্পনা সহজেই করা যাবে । এতে মৌলিক সুবিধাগুলি শক্তিশালী করা সহজ হবে । এ ছাড়া বন্যা, ভিড় ব্যবস্থাপনার পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রেও এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হতে চলেছে । শহরের উন্নয়নে কাজ করা সরকারি প্রতিষ্ঠানগুলির কাছে এক ক্লিকে শহরের একটি থ্রিডি মানচিত্র দৃশ্যমান হবে, যার ফলে উন্নয়ন কৌশল তৈরি করা সহজ হবে ।
বারাণসী স্মার্ট সিটি এই প্রকল্পের কাজ শুরু করেছে । সব বিভাগের সঙ্গে সমন্বয় রেখে থ্রি-ডি জিআইএস ম্যাপিংয়ের কাজ হবে জল, স্থল ও আকাশ থেকে । এর জন্য জরিপও শুরু হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে । 3ডি ডিজিটাল টুইন ম্যাপিংয়ের ফলে বারাণসীর উন্নয়নের পরিকল্পনা করা আরও সহজ করে তুলবে । এতে রাস্তা-ঘাট, ছোট-বড় ভবনের পরিমাপ-সহ প্রতি ইঞ্চি পরিমাপ করা হবে ।
স্মার্ট সিটি বারাণসীতে 3ডি টুইন ম্যাপিং এ ছাড়া নিচু জমি চিহ্নিত করলে জলমগ্ন হওয়া থেকে নিস্তার পাওয়া যায় ৷ বন্যার জলে তলিয়ে যাওয়া স্থানগুলোও চিহ্নিত করা যাবে । এটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, জল ব্যবস্থাপনা, ট্রাফিক, দেব দীপাবলি এবং অন্যান্য উত্সব বা অন্যান্য অনুষ্ঠানে ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করবে । অগ্নিকাণ্ডের ক্ষেত্রে উদ্ধার, আগুনের এনওসি দেওয়ার জন্য প্রাথমিক পরিদর্শন, উন্নয়ন কর্তৃপক্ষকে পরিকল্পনা ও অবৈধ নির্মাণ, মনিটরিং, এনওসি দেওয়া ইত্যাদিতেও সহায়তা করবে ।
এছাড়াও, তহসিল স্তরে তৈরি পরিকল্পনা এবং অনাপত্তি শংসাপত্র ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে এটি সহায়ক হবে । জনসংযোগ আধিকারিক বলেন, এই ম্যাপিংয়ের জন্য জরিপের কাজ শুধু বিমান নয়, চার চাকার ও দু চাকার গাড়ির মাধ্যমেও করা হবে । সবচেয়ে বড় কথা হল বারাণসী হল রাস্তার শহর, এমন রাস্তা এখানে রয়েছে, যেখানে গাড়িতে যাওয়া কঠিন, তাই এজেন্সির লোকেরা পায়ে হেঁটে রাস্তায় ঘুরে বেড়াবেন এবং একটি ব্যাগের মতো 3ডি ম্যাপিং মেশিন এবং সম্পূর্ণ 3ডি ম্যাপিং প্রক্রিয়া প্রথমবারের জন্য প্রস্তুত করা হবে । এটি হবে গুগল ম্যাপের থেকেও বেশি অ্যাডভান্সড ৷
জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শীঘ্রই আরও একটি কাশী ডিজিটাল আকারে দৃশ্যমান হবে । এতে বারাণসীর প্রতিটি অংশই দৃশ্যমান হবে । সরু রাস্তা হোক, মন্দির হোক বা অন্য বড় জায়গা, সবই দেখা যাবে ডিজিটাল আকারে । বারাণসী শহরের 160 বর্গকিলোমিটার 3ডি শহুরে স্থানিক ডিজিটাল টুইন তৈরির কাজটি লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং (লিডার) প্রযুক্তির মাধ্যমে করা হবে । সম্প্রতি, বারাণসী পৌরনিগম এলাকা প্রসারিত করা হয়েছে, 90টির পরিবর্তে 100টি ওয়ার্ড রয়েছে । নতুন সম্প্রসারিত এলাকায় নতুন উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে থ্রিডি ভিশন খুবই কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে ।
- আরও পড়ুন:
- দেব দীপাবলিতে আলোময় বারাণসী, দেখুন 'দেবতার আলোর উৎসবে'র ভিডিয়ো...
- ছটপুজোর শেষ দিন সূর্যদেবকে 'অর্ঘ্য' নিবেদন ভক্তদের, দেখুন ভিডিয়ো
- সংক্রান্তির প্রাক্কালে বেনারসের আদলে মহাসাগর আরতি গঙ্গাসাগরে, দেখুন ভিডিয়ো