নয়াদিল্লি, 23 জুলাই: বাজেটে এক ধাক্কায় কমল একাধিক জিনিসের দাম ৷ সোনা, রুপো থেকে মোবাইল ফোন বেশ কিছু জিনিসের দাম কমিয়ে কার্যত কল্পতরু হয়ে উঠলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ মঙ্গলবার সোনা ও রুপোর মৌলিক শুল্ক ছয় শতাংশ এবং প্ল্যাটিনামের 6.4 শতাংশ কমানোর প্রস্তাব করেছেন ৷ যার জেরে অনেকটাই কমবে গয়নার দাম বলে মনে করা হচ্ছে ৷ একই সঙ্গে, বৈদ্যুতিন সরঞ্জামের দামও কমতে চলেছে এই বাজেটে ৷
কমল বেশকিছু জিনিসের দাম (ইটিভি বারত) মঙ্গলবার বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন জানান, সোনা ও রুপোর মৌলিক শুল্ক 6 শতাংশ এবং প্ল্যাটিনামের 6.4 শতাংশে কমানোর প্রস্তাব করেছে ৷ আর সরকার আমদানি শুল্ক কমিয়ে নেওয়ায় স্বাভাবিকভাবেই দাম কমছে সোনা, রুপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য, তামার জিনিসের। দাম কমছে সৌর বিদ্যুতেরও। ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দিচ্ছে কেন্দ্র। ফলে ক্যানসারের ওষুধের দামও কমতে চলেছে ৷ তবে বাড়ছে পিভিসি ও প্লাস্টিকজাত কয়েকটি জিনিসের দাম ৷
2024-25 সালের বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানান, ফেরোনিকেল, ব্লিস্টার কপারের মৌলিক শুল্কও তুলে দেওয়া হল ৷ নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের উপর 10 শতাংশ থেকে 15 শতাংশে উন্নীত করা হয়েছিল। তা এবার একেবারেই মুকুব করা হয়েছে ৷ ফলে টেলিকম সরঞ্জামের পাশাপাশি মোবাইল ফোনের দামও কমতে চলেছে ৷ কমছে মোবাইল অ্য়াকসেসরিজ ষেমন চার্জার, হেডফোনের দামও কমতে চলেছে ৷ দাম কমছে রত্ন ও গয়নারও ৷ অন্যদিকে, সীতারামন নির্দিষ্ট ব্রুড স্টক, চিংড়ি এবং মাছের খাদ্যের উপর মৌলিক শুল্ক কমিয়ে 5 শতাংশ করার প্রস্তাবও করেছেন ৷ তিনি বলেন, "সরকার অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর শুল্ক বাড়িয়ে 10 শতাংশ এবং নন-বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের ওপর 25 শতাংশ করবে।"
বাড়ল বেশকিছু জিনিসের দাম (ইটিভি ভারত) একই সঙ্গে অর্থমন্ত্রী বলেন, "ঐতিহ্যবাহী কারিগররা আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করবে।" তিনি সৌর কোষ এবং প্যানেল তৈরিতে ব্যবহৃত পণ্যগুলির তালিকা আরও বাড়ানোর প্রস্তাবও করেছেন। একাধিক লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য, সৌর বিদ্যুতেরও দাম কমছে এই এই বাজেটে ৷