পশ্চিমবঙ্গ

west bengal

'ন্যায় চেয়ে রাহুল গান্ধিকে খোলা চিঠি দিয়েছি, উত্তর পাইনি', কংগ্রেসের ট্রোল নিয়ে প্রণব-কন্যা শর্মিষ্ঠা

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 10:14 AM IST

Updated : Feb 10, 2024, 2:02 PM IST

Sharmistha Mukherjee: কংগ্রেসকে গান্ধি-নেহরু পরিবার থেকে বেরিয়ে আসতে হবে ৷ এভাবেই কংগ্রেসের সমালোচনা করলেন প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা ৷ এরপরই তাঁকে কুৎসিত ভাষায় আক্রমণ করল কংগ্রেস সমর্থক ৷

ETV Bharat
শর্মিষ্ঠা মুখোপাধ্যায়

কংগ্রেসের সমালোচনা করায় কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠাকে

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: ন্যায় চেয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে চিঠি দিলেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷ তবে সেই চিঠির কোনও উত্তর তিনি পাননি ৷ কংগ্রেসের সমালোচনা করায় তাঁকে ট্রোলের শিকার হতে হয়েছে ৷ কংগ্রেসের কয়েকজন সমর্থক সোশাল মিডিয়ায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠাকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন ৷ এমনকী তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল যৌন ভাষাও ব্যবহার করা হয়েছে ৷ বাদ যাননি বাবা প্রাক্তন রাষ্ট্রপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ৷

এমন অভিযোগ করেছেন প্রণব-কন্যা ৷ শর্মিষ্ঠার অভিযোগ, গত এক মাস ধরে তাঁর সঙ্গে এই দুর্ব্যবহার করছে কয়েকজন কংগ্রেস সমর্থক ৷ তাঁর সঙ্গে কংগ্রেসের বহু নেতার যোগাযোগ রয়েছে ৷ এ বিষয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেন, "যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তা মুখে আনা সম্ভব নয় ৷ তাই আমি কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ, কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে এবং কংগ্রেসকে ট্যাগ করে অভিযোগ জানাই ৷ কিন্তু তার কোনও উত্তর পাইনি ৷ তারপর আমি রাহুল গান্ধিকে এই খোলা চিঠি লেখার সিদ্ধান্ত নিই ৷"

সোশাল মিডিয়ায় ট্রোলের শিকার হওয়া প্রসঙ্গে একটি সংবাদসংস্থায় শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেন, "আমার বাবার ডায়েরি থেকে তাঁর লেখাগুলি নিয়ে বাবাকে নিয়ে বইটা লিখেছি৷ বাবা রাহুল গান্ধিকে নিয়ে লিখেছেন, তাঁকে (রাহুল গান্ধিকে) রাজনৈতিক দিক দিয়ে পরিণত হতে হবে ৷ তিনি রাজনীতির বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না ৷ রাজনৈতিক কাজকর্মে প্রায়শই উপস্থিত থাকছেন না ৷ এদিকে বাবা কংগ্রেস নিয়ে অনেক প্রশংসাসূচক কথাও লিখেছেন ৷ তবে সেগুলি কেউ দেখেনি ৷ কংগ্রেসের সোশাল মিডিয়ায় এবং দলের বেশ কয়েকজন সমর্থক আমায় খুব নোংরা ভাষায় ট্রোল করেছেন ৷"

তিনি সম্প্রতি একটি সাহিত্য উৎসবে কংগ্রেসকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন ৷ শর্মিষ্ঠা বলেন, "একটি সাক্ষাৎকারে কংগ্রেস নিয়ে আমার দৃষ্টিভঙ্গি জিজ্ঞাসা করা হয় ৷ সেখানে আমি স্পষ্ট জানিয়েছিলাম, দেশের রাজনীতিতে কংগ্রেস এখনও যথেষ্ট গুরত্বপূর্ণ ৷ তবে কংগ্রেসকে গান্ধি-নেহরু পরিবারের বাইরে বেরতে হবে ৷ 2014 এবং 2019 সালের নির্বাচনে কংগ্রেস হেরেছে ৷ আবারও পরাজিত হবে, সেটা সবাই জানে ৷ এই কথা বলার পর থেকেই আমায় ট্রোল করা হচ্ছে ৷" তাঁর আক্ষেপ এখনও পর্যন্ত কংগ্রেসের কোনও শীর্ষ নেতাই তাঁর চিঠির জবাব দেননি ৷ ওই সমর্থকদেরও গ্রেফতার করা হয়নি ৷

আরও পড়ুন:

  1. আদর্শ আলাদা হলেও ওঁরা একসঙ্গে দেশ চালাতেন, বাবাকে নিয়ে লেখা বই মোদিকে উপহার দিয়ে আপ্লুত প্রণব কন্যা
  2. প্রণবের ফাইলে মমতার সই করা নথি, স্মৃতির পাতা ওলটালেন শর্মিষ্ঠা
  3. সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন প্রণব পুত্র অভিজিৎ, জল্পনা তুঙ্গে
Last Updated : Feb 10, 2024, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details