জলন্ধর (পঞ্জাব), 20 জুলাই: নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাকে ধাক্কা মারল সেনাবাহিনীর ট্রাক ৷ ঘটনায় 5 সেনা জওয়ান আহত হয়েছেন ৷ ট্রাকে ধাক্কা মেরে সেনার ট্রাকটি রাস্তায় উলটে যায় ৷ শনিবার ভোর 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরে ৷ ঘটনায় আহত জওয়ানদের চিকিৎসার জন্য সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷
জলন্ধর পুলিশের তরফে জানান হয়েছে, ভোর 6টা নাগাদ জলন্ধরের সুচি গ্রামের কাছে হাইওয়েতে ঘটনাটি ঘটেছে ৷ পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দু’টি ট্রাকের মাঝখান দিয়ে দ্রুত গতিতে চলে আসে সেনার ট্রাকটি ৷ এরপর সেটি রাস্তার ডান দিক দিয়ে যাওয়া ট্রাকে ধাক্কা মারে ও ডিভাইডার ভেঙে উলটো দিকের লেনে গিয়ে পড়ে ৷ সেখানে সেনার ট্রাকটি উলটে যায় ৷ যদিও, সিসিটিভি ফুটেজে এটা বোঝা যায়নি কেন, সেনার ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ৷