হাপুর (উত্তরপ্রদেশ), 14 মে: দ্রুত গতিতে আসা গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল 6 জনের ৷ গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন ৷ সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলার গড় কোতোয়ালি এলাকায় ৷ গাড়িটিতে চালক-সহ মোট 7 জন ছিলেন ৷ তার মধ্যে ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ সেখান থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এরপর গাড়িতে আটকে থাকা বাকি দেহগুলিকে বের করা হয় । গাড়িটি মোরাদাবাদ থেকে দিল্লির দিকে যাচ্ছিল । প্রথমে মৃতদের পরিচয় পাওয়া না গেলেও পরে পুলিশ তা সংগ্রহ করে ৷
সোমবার গভীর রাতে গড় কোতোয়ালি এলাকার জাতীয় সড়ক ধরে মোরাদাবাদ থেকে দিল্লির দিকে যাচ্ছিল একটি গাড়ি । সেই সময় ব্রিজঘাট টোল প্লাজার কাছে একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয় । দুর্ঘটনায় গাড়িটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয় । এতে গাড়িতে থাকা 6 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । গুরুতর আহত হয় একজন ।