হায়দরাবাদ, 1 ডিসেম্বর:পুলিশি এনকাউন্টারে মৃত্যু 7 মাওবাদীর ৷ রবিবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমানা এলাকা ইতুরনগরাম চালপাকা বনাঞ্চলে ৷ সেখানে তেলেঙ্গানা পুলিশের একটি বিশেষ নকশাল বিরোধী বাহিনী গ্রেহাউন্ডসের সঙ্গে সংঘর্ষে মারা যায় সাত মাওবাদী ৷
পুলিশ জানিয়েছে, একটি চিরুনি তল্লাশির সময় এই এনকাউন্টার হয় । ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে ৷ একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকের লড়াইয়ে 7 জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা অস্ত্রের মধ্যে দুটি AK-47 রাইফেল রয়েছে ৷
মৃতদের পরিচয় - কুরুসাম মঙ্গু ওরফে ভদ্রু ওরফে পাপান্না (35), এগোলাপু মাল্লা ওরফে মধু (43), মুসাকি দেবল ওরফে করুণাকর (22), মুসাকি যমুনা (23), জয়সিং (25), কিশোর (22) ও কামেশ (23)। এর মধ্যে কুরসাম মাঙ্গু নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) তেলেঙ্গানা স্টেট কমিটির (ইয়েলান্দু নরসাম্পেট) সম্পাদক ছিল বলে জানা গিয়েছে ৷
সূত্রের খবর, তেলেঙ্গানার মুলুগু জেলার ইথুরুনগরম মণ্ডলের চালপাকা বনাঞ্চলের অন্তর্গত জঙ্গলে বড় নকশাল নেতাদের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছে । তেলেঙ্গানা সীমান্ত এলাকায় তল্লাশির জন্য নিরাপত্তাবাহিনীর একটি দল পাঠানো হলে, নকশালরা তাদভায়া মণ্ডল এবং চেলাপাকা জঙ্গলে তাদের উপর গুলি চালাতে শুরু করে । নিরাপত্তাবাহিনীর জওয়ানরা উপযুক্ত জবাব দেয় ।
22 নভেম্বর মাওবাদীরা একই জেলায় পঞ্চায়েত সচিব-সহ দু'জনকে হত্যা করেছিল । সেপ্টেম্বরের শুরুতে, নিরাপত্তাবাহিনী দক্ষিণ রাজ্যের কারাকাগুডেম মণ্ডলের রঘুনাথপালেমের কাছে বনাঞ্চলে 6 মাওবাদীকে মেরে ফেলে।