পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল ট্রাক, মৃত 10; আহত 15 - 10 KILLED IN ACCIDENT

ফল ও সবজিবোঝাই ট্রাকটিতে প্রায় 40 জনের বেশি ব্যবসায়ী ছিলেন ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি 50 মিটার গভীর খাদে পড়ায় কমপক্ষে 10 জনের মৃত্যু হয় ৷

10 KILLED IN ACCIDENT
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল ট্রাক (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2025, 11:24 AM IST

উত্তর কন্নড় (কর্ণাটক), 22 জানুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল ট্রাক ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ গেল 10 জনের ৷ বুধবার সকালে কর্ণাটকের উত্তর কন্নড় জেলার ইয়েল্লাপুরে কাগেরি পেট্রোল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷

ফল ও সবজিবোঝাই ট্রাকটিতে প্রায় 40 জনের বেশি ব্যবসায়ী ছিলেন ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি 50 মিটার গভীর খাদে পড়ে গেলে কমপক্ষে 10 জনের মৃত্যু হয় ৷ আহত হয়েছেন আরও 15 জন ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর ৷ এদিন রাজ্যে অন্য একটি পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয় ৷ রাজ্যের দুই পৃথক দুর্ঘটনায় মোট 14 জনের মৃত্যুর পর মৃতদের পরিবার পিছু 3 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷ সেই সঙ্গে, আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি ৷

উত্তর কন্নড়ের পুলিশ সুপারিনটেনডেন্ট এম নারায়ণ জানান, হাভেরি জেলার সাভানুরু থেকে উত্তর কন্নড় জেলার কুমতা বাজারে যাচ্ছিল ট্রাকটি ৷ এতে 40 জনেরও বেশি ব্যবসায়ী ছিলেন । তাঁরা ফল ও সবজি বিক্রি করতে ইয়েল্লাপুরা মেলায় যাচ্ছিলেন ৷ তখন সাভানুর-হুবলি সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ তিনি বলেন,"বুধবার ভোর 5.30টা নাগাদ ট্রাকচালক অন্য গাড়িকে পাশ যাওয়ার চেষ্টায় একেবারে বাম দিকে চলে যায় ৷ তারপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 50 মিটার গভীর খাদে ট্রাকটি পড়ে যায় ৷"

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ আহতদের প্রথমে ইয়েল্লাপুরা তালুক হাসপাতালে ভার্তি করা হয় । তিনি আরও জানান, রাস্তায় কোনও গার্ড ছিল না । ঘটনাস্থলেই 8 জনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত দু'জনের পড়ে মৃত্যু হয় । আহতদের হুবলির কেআইএমএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷" নিহতদের পরিচয় এখনও জানা যায়নি । ঘটনায় অনেকেই গুরুতর আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে পুলিশ।

দুর্ঘটনায় 10 জনের মৃত্যু (নিজস্ব চিত্র)

এদিন কর্ণাটকে অন্য একটি পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ মঙ্গলবার রাতে রায়চুর জেলার সিন্ধানুরুরের কাছে অন্ধ্রপ্রদেশের মন্ত্রালয় সংস্কৃত বিদ্যাপীঠের একটি গাড়ি উল্টে গেলে তিন শিক্ষার্থী ও গাড়ির চালক নিহত হন ৷ আহতদের রায়চুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে । 14 জনকে নিয়ে গাড়িটি যাওয়ার সময় অ্যাক্সেল কেটে উল্টে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details