পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে অটো ও বাইকে ধাক্কা ডাম্পারের, মৃত একই পরিবারের 5 - SEVERAL DIED IN ROAD ACCIDENT

মঙ্গলের ভোরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ৷ রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী অটো ও বাইকে সজোরে ধাক্কা ডাম্পারের ৷ দেহগুলি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ৷

SEVERAL DIED IN ROAD ACCIDENT
অটো ও বাইকে ধাক্কা ডাম্পারের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2025, 1:33 PM IST

ভিন্দ (মধ্যপ্রদেশ), 18 ফেব্রুয়ারি: ফের বেপরোয়া গতির বলি 5, আহত অন্তত 8 ৷ মঙ্গলবার ভোর 5টার দিকে বিয়ে বাড়ি থেকে ফিরছিল একটি অটো ৷ সঙ্গে ছিল একটি বাইকও ৷ অটো ও বাইকটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে একটি ডাম্পার ধাক্কা মারে ৷ যার জেরে প্রাণ যায় একই পরিবারের অন্তত 5 জনের ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দের জওহরপুরা গ্রামে ৷

মঙ্গলবার ভোর 5টা নাগাদ ওই পথ দুর্ঘটনায় আহত হন আরও 8 যাত্রী ৷ দুর্ঘটনাস্থলে দৃশ্য এতটাই ভয়াবহ যে দেহগুলি রাস্তার এদিক-সেদিক পড়ে ছিল ৷ চারিদিকে রক্ত ভর্তি ৷ স্থানীয়রা তড়িঘড়ি ছুটে যান ও আহতদের উদ্ধারের চেষ্টায় হাত লাগান ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ ভিন্দ জেলার পুলিশ সুপার (এসপি) অসিত যাদব জানান, জওহরপুরা গ্রামের কাছে 719 নম্বর জাতীয় সড়কে এদিন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ৷ মৃতরা সকলেই একই পরিবারের ৷ তাঁরা বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন।

গ্রামবাসীরা ক্ষোভে রাস্তা অবরোধ করেছেন (ইটিভি ভারত)

তিনি আরও জানান, যাত্রীদের গাড়ি ও বাইকটি দাঁড়িয়ে ছিল রাস্তায় তখন একটি লোডিং ডাম্পার তাঁদের পিষে দিয়ে চলে যায় ৷ ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং পরে আরও দু'জনের মৃ্ত্যু হয়। আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের গোয়ালিয়রে রেফার করা হয়েছে । এদিকে, মৃতদের পরিবারের সদস্য থেকে আত্মীয় পরিজন, গ্রামবাসীরা ক্ষোভে রাস্তা অবরোধ করেন।

স্থানীয়রা জানিয়েছেন, সরু রাস্তার কারণে এই এলাকায় বারবার পথ দুর্ঘটনা ঘটে। গত রবিবার বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এক যুবককে ট্রাক পিষে দিয়ে চলে যায় ৷ শুরু হয় যানজট ৷ আর আজ ফের এমন ঘটনা ৷ তাতেই ক্ষোভে ফুঁসছেন তাঁরা ৷ কালেক্টর বলেন, "এসপি এবং এসডিএম ঘটনাস্থলে পৌঁছন ও উত্তেজিত গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করেন ৷

দেহগুলি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে (ইটিভি ভারত)

ABOUT THE AUTHOR

...view details