ভুবনেশ্বর, 11 ফেব্রুয়ারি: স্কুলের তরফে দেওয়া কৃমি প্রতিরোধক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ল ছাত্রীরা ৷ সরকারি সূত্রে খবর, সোমবার স্কুল থেকে ছাত্রছাত্রীদের মধ্যে কৃমি প্রতিরোধক ওষুধ বিতরণ করা হয় ৷ এরপরই কমপক্ষে 8 জন ছাত্রীর অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ কৃমিনাশক ওষুধের কারণে অসুস্থতার বিষয়টি খারিজ করে দিয়েছেন জেলার প্রধান স্বাস্থ্য আধিকারিক ৷
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এই কৃমিনাশক ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর থেকেই কয়েকজন ছাত্রীর মধ্যে নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে থাকে ৷ তাদের কেউ কেউ গা গুলিয়ে ওঠা, কেউ আবার বমি করতে শুরু করে ৷ তখন ছ'জনকে বালেশ্বর জেলার সোরোতে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় ৷ অন্য দু'জনকে মালকানগিরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷